ভুলতা ফ্লাইওভারের উপর থেকে পড়ে এক শ্রমিক আহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) :  ভুলতা ফ্লাইওভারের নির্মাণ কাজ করতে গিয়ে এক শ্রমিক ফ্লাইওভারের নীচে পড়ে গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে আহত শ্রমিকের নাম জানা যায়নি। তবে আহত শ্রমিককে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে। ঘটঁনাটি ঘটেছে ৯ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় গোলাকান্দাইল ঢাকা সিলেট মহসড়কের গোল চত্ত্বর এলাকায়।

অভিযোগ উঠেছে ফ্লাইওভারের নির্মাণ কাজের শুরুতে কিছু দিন হেলমেট ও বেল্ট ব্যবহার করলেও পরে কোন সেপটি বেল্ট ব্যবহার করেনি। তারা এগুলো ব্যবহার না করেই কাজ চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ এখানে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। কিন্তু তার পরও কোন কার্যকরি পদক্ষেপ নেয়নি কতৃপক্ষ। আহত শ্রমিকের সহকর্মী জানান আজও উপরের রেলিং ঢালাই করার কোন সেপটি বেল্ট না থাকায় সে আজ আহত হয়েছে। আমাদের উপরের কোন চাপ নেই, তাই কাজে আসার আগে সেপটি বেল্ট পরার কথা মনে থাকে না। স্পেকট্রা ইনিঞ্জিনিয়ারস লিমিটেড এই কাজে কখনও লেভারদের সেপটি বেল্ট ব্যবহার করা হচ্ছে না বলে সচেতন মহলের অভিযোগ।

স্পেকট্রা ইঞ্জিনিয়ারস লিমিটেডের ভুলতা ফ্লাইওভারের কাজে নিয়োজিত ইঞ্জিনিয়ার পল্লব বলেন, আমাদের কাছে সেপটির সবই আছে কিন্তু লেভাররা হেলমেট সহ কোন পোষাক ব্যবহার করেনা। এর জন্য আমরা কি ভাবে দায়ি ?

add-content

আরও খবর

পঠিত