নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : ভুটান থেকে ভারত হয়ে নদী পথে পাথর আমদানির মাধ্যমে বাংলাদেশ-ভারত-ভুটান বাণিজ্যের নবযাত্রা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে তিন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে পাথরের প্রথম চালান গ্রহণ করা হয়। ভুটানের ধুবরি থেকে মঙ্গলবার পাথরবাহী একটি ভারতীয় জাহাজ মেঘনা ঘাটে পৌছে।
এ সময় উপস্থিত ছিলেন, ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ, ভুটানের রাষ্ট্রদূত সোনম টি রাবগি, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর এম মাহবুব উল ইসলাম, বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান প্রমুখ।
রীভা গাঙ্গুলি দাশ বলেন, তিন দেশের বাণিজ্যের এ এক নবসূচনা। আগামীতেও এই তিন দেশের বাণিজ্য এভাবেই হবে। এতে আমাদের সম্পর্ক আরো উন্নত হবে।
ভুটানের রাষ্ট্রদূত সোনম টি রাবগি বলেন, এই উদ্যোগের মাধ্যমে আমাদের বাণিজ্যিক সম্পর্কের উন্নতি হবে। পরিবহন ও অন্যান্য খরচ কমবে। নদীপথে পণ্য পরিবহন একটি পরিবেশবান্ধব উপায়।
বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডর এম মাহবুব উল ইসলাম বলেন, স্বাধীনতার পর আবারো নদীপথের ট্রানজিট সুবিধা চালু হলো। ড্রেজিং এবং নদীপথের অন্যান্য কার্যক্রমে বসুন্ধরা গ্রুপ আমাদের অন্যতম অংশীদার।