ভালো কিছু করতে গেলেই হয়রানি করা হয়: সেলিম প্রধান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আমাদের সমাজে যদি কেউ ভালো কিছু করতে চায় তাহলে তাকে বিভিন্নভাবে হয়রানি করা হয়। তার পেছনে একটি চক্র লেগে যায়, তাকে খারাপ বানাতে উঠে পড়ে লাগে সবাই এমন মন্তব্য করেছেন জাপান বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান।

বুধবার (৩০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ আদালতে একটি চাঁদাবাজির মামলায় হাজিরা শেষে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

সেলিম প্রধান বলেন, আমি সবসময় চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছি। আর আমার বিরুদ্ধেই গত ৫ আগস্ট একটি চাঁদাবাজির মামলা করেছে গাজী বাহিনীর মজিবর। ভেবেছিলাম দেশ স্বাধীন হওয়ার পর পরিস্থিতি বদলাবে, কিন্তু কিছুই বদলায়নি।

তিনি অভিযোগ করেন, রূপগঞ্জে এখন দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। রাস্তাঘাটে এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদাবাজি হচ্ছে না।

আক্ষেপ নিয়ে তিনি বলেন, আমি সেলিম প্রধান নাকি চাঁদাবাজি করেছি, তাও ৫ লাখ টাকা! এই মামলার উদ্দেশ্য শুধু আমাকে রূপগঞ্জে যেতে না দেওয়া, যাতে গাজী বাহিনী দেদারসে চাঁদাবাজি চালিয়ে যেতে পারে।

সেলিম প্রধান আরও বলেন, এইটা হলো গ্যাং৷ মামলা দিবে, না পারলে পোলাপান ভাড়া করবে, আর তাতেও কাজ না হলে শ্যুটার দিয়ে শ্যুট করবে। আওয়ামী লীগের আমলে আমার নামে ৮টি মামলা দেওয়া হয়েছে।

রূপগঞ্জের অবস্থা নিয়ে তিনি বলেন, “আগের মতোই এখনও মানুষকে ভয় দেখিয়ে রাখা হয়। কেউ মুখ খুলতে পারে না। কারা এসব করছে সবাই জানে, কিন্তু কেউ সাহস করে কিছু বলে না।”

এ সময় তার পক্ষের আইনজীবী সাংবাদিকদের জানান, রূপগঞ্জের গোলাকান্দাইলে একটি আড়তের দখলকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগে মামলাটি পুলিশের তদন্তে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। তবে মামলার বাদী এতে নারাজি দেওয়ায় আদালত পিবিআইকে পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, পিবিআইয়ের তদন্তেও এটি মিথ্যা প্রমাণিত হবে।

add-content

আরও খবর

পঠিত