নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ৫০ টি দেশের শিক্ষার্থীদের অংশগ্রহনে ভারতের বিখ্যাত লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেল ওয়ান ওয়ার্ল্ড প্রতিযোগীতা।বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি ও সভ্যতা সবার সামনে উপস্থাপনা করার উদ্যেশ্যে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়।
প্রতিযোগীতায় বাংলাদেশ সহ নেপাল, ভূটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, সোমালীয়া, চীন, সৌদী আরব, নাইজেরিয়া, তুরষ্ক, পাকিস্তান, আফগানিস্তান, জিম্বাবুয়ে সহ ৫০ টি দেশ অংশগ্রহন করে। প্রতিযোগীতা উপলক্ষে পুরো ক্যাম্পাসকে রঙ্গিন সাজে সাজানো হয়।
২১ নভেম্বর ও ২২ নভেম্বর দুই দিন ব্যাপী এ প্রতিযোগীতায় সকল দেশের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ দেশের নাচ, গান, অভিনয়, আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগীতার মধ্য দিয়ে স্ব স্ব দেশের সংস্কৃতি সবার সামনে তুলে ধরে।
২১ নভেম্বর সকাল ৯ টায় এ প্রতিযোগীতার উদ্ভোধন করেন লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটির উপাচার্য রামেশ কানোয়ার।বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
২২ নভেম্বর বিকালে প্রতিযোগীতার ফলাফল ঘোষণা করা হয়। প্রতিযোগীতায় বিশ্বের প্রায় ৫০ টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে বাংলাদেশী শিক্ষার্থীরা।বিশ্ব দরবারে আরেকবার উড়ানো হয় বাংলাদেশের পতাকা।
প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বাংলাদেশি শিক্ষার্থী নিজাম উদ্দিন অভি জানান, ৫০ দেশের মধ্যে আমরা প্রথম স্থান অধিকার করায় খুব আনন্দ লাগছে। আমরা চেষ্টা করব বাংলাদেশকে সারা বিশ্বের কাছে তুলে ধরার। সূত্র : বিডি মর্নিং।