নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাগর সিদ্দিকী বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্যায় হস্তক্ষেপ এর প্রতিবাদে আমাদের এই লং মার্চ। বুধবার (১১ ডিসেম্বর) ঢাকা-আগরতলা লংমার্চ এর উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় স্থলবন্দর যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম সাইনবোর্ড এলাকায় সাগর সিদ্দিকী এ কথা বলেন। তিনি আরো বলেন, ভারত আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নাগরিক অধিকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। পাশাপাশি ভারতের গোয়েন্দা সংস্থার সংস্থাগুলিও ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর অঙ্গ ও সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এর পূর্ব ঘোষিত লংমার্চ এর উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার কথা উল্লেখ করে সাগর বলেন, আমরা তারেক জিয়ার নির্দেশেই লংমার্চের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই সময় লং মার্চে চেয়ে আরো ছিলেন, যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, ও যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম সুমন সহ আরো অনেকে।