ভবিষ্যত প্রজন্মকে বাঁচাতে হলে গড়তে হবে সবুজ উদ্যান- এটিএম কামাল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও পরিবেশবাদী মানবাধিকার সংগঠন ‘নির্ভীক’ এর জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক এটিএম কামাল বলেন, আজ নারায়ণগঞ্জে আমাদের ছেলে মেয়েদের জন্য কোন উদ্যান নেই। নারায়ণগঞ্জের প্রান শীতলক্ষ্যা নদী আর নদী নেই, বিষাক্ত বর্জ্যরে নর্দমায় পরিনত হয়েছে। শিশু-কিশোরদের স্বাভাবিক জীবনযাত্রা ও মেধা বিকাশে এবং জীবনের নিরাপত্তা দিতে আমরা ব্যার্থ হচ্ছি। আমাদের ভবিষ্যত প্রজন্মকে বাঁচাতে হলে শীতলক্ষ্যাকে বাঁচাতে হবে, গড়তে হবে সবুজ উদ্যান। ১৪২৪ বাংলা বর্ষবরণ উপলক্ষ্যে শীতলক্ষা বাঁচাও – উদ্যান দাও এই স্লোগানে শিশু-কিশোরদের নিয়ে র‌্যালি পূর্ব সমাবেশে তিনি এসকল কথা বলেন।

শুক্রবার ১৪ এপ্রিল সকালে চাষাড়া শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন মাঠে শিশুদের জন্য সকাল থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করে পরিবেশবাদী মানবাধিকার সংগঠন ‘নির্ভীক’ নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি ইফতেখার কায়েশ রোমেল, সাংবাদিক শরিফ সুমন, নির্ভীক আঞ্চলিক কমিটির প্রধান সমন্বয়ক মাকিদ মোস্তাকিম শিপলু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহম্মেদ, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম, সুরাইয়া আক্তার শিউলী ও মনিকা এবং মানিক সরদার প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত