নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ৫ তলা ভবনের ছাদ থেকে পড়ে শরিফুল ইসলাম বাবু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১০ই ডিসেম্বর শুক্রবার রাতে সস্তাপুর জাপানি বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার শহীদ মিয়ার ছেলে ও জসিম উদ্দিন কন্ট্রাক্টরের বাড়ির ভাড়াটিয়া।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, যে ভবন থেকে সে পড়েছে দুই দিক দিয়ে দুটি সিড়ি রয়েছে। ভেতর থেকে লোহার দরজায় লক করা ছিল। ধারনা করা হচ্ছে সে ছাদে উঠে দরজা লক করে ভবনের দেয়ালে বসে ছিল। এ সময় অসাবধানতাবশত নিচে পড়ে মৃত্যু হয়।
তিনি আরও বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করবে। এটি নিছক দুর্ঘটনা নাকি কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে তদন্ত শেষে বলা যাবে। তবে যেহেতু ভেতর থেকে ছাদের দরজা লাগানো ছিল তাতে ধারনা কারা হচ্ছে অসাবধানতাবশত পড়ে যেতে পারে। রহস্য উন্মোচনের জন্য ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।