বয়স হলেও জোটেনি বৃদ্ধ রাজ্জাক মিয়ার ভাতা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো: সহিদুল ইসলাম শিপু ) : আর কত বয়স হলে তিনি বয়স্ক ভাতা পাবে। ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদের দোয়ারে বার বার গুরেও তার কপালে বয়স্ক ভাতার কার্ড জোটেনি তাই নিরুপায় হয়ে পেটের তাগিদে রিকশা চালিয়ে জীবন যাপন করছে। তার তিনটি ছেলে সন্তান থাকলেও তাকে এই বৃদ্ধ বয়সে রিকশার ঘানি টানতে হচ্ছে।

তিনি বন্দর রাজবাড়ি এলাকার আব্দুল রাজ্জাক মিয়া রিকশার ঘানি টানতে টানতে নারায়ণগঞ্জ বার্তার প্রতিবেদকে বলেন, বাবারে বয়স ৭৫ তুরে ছুই ছুই একদিন রিকশার হেন্ডেল না দরলে পেটের খাউন জোটে না তাই এই বয়সেও রিকশা চালাতে হয়। গত ২৫ জুলাই বৃহস্পতিবার সোনাকান্দা থেকে বন্দর বাবুপাড়া তার রিকশায় আসার সময় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, শুনেছি সরকার নাকি ৭০ বছর হলে বয়স্ক ভাতার কার্ড দেয় সেই আশায় কাউন্সিলরের অফিসে বার বার গেছি কার্ডের জন্য যে মাসে মাসে কিছু পাইলে পরিশ্রমটা কম হবে কিন্তু কোন লাভ হয়নি। কাউন্সিলরের কথা আর কি বলমু নিজের তিনটা ছেলে যার যার মত বিয়ে করে সংসার করছে কোন দিন জিজ্ঞেসা করে না কি খাইছি। যার নিজের ছেলেরাই কোন খোজ নেয় না সেখানা অন্য জনের কাছ থেকে আর কি আশা করা যায়।

এ ব্যাপারে ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদের সাথে আলাপ কালে বলেন, যত দ্রত সম্বপ আব্দুল রাজ্জাক মিয়া বয়স্ক ভাতার কার্ড পাওয়ার ব্যবস্থা করে দিবো।

add-content

আরও খবর

পঠিত