ব্লাড ফর সোনারগাঁও এর আনন্দর‌্যালী ও ফ্রি রক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সেচ্ছায় করি রক্ত দান হাঁসবে রোগী, বাঁচবে প্রাণ, এ স্লোগান কে সামনে রেখেনারায়ণগঞ্জ  জেলার  সোনারগাঁওয়ে অনলাইন রক্তদান সংগঠনের ( ব্লাড ফর সোনারগাঁও ) এর  উদ্যোগে এক আনন্দর‌্যালী ও ফ্রি রক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ১৬ই ডিসেম্বর শনিবার সকাল ৮ টা থেকে  হাবিবপুর ঈদগাহ ময়দানে ফ্রি রক্ত ক্যাম্পেইন শুরু হয়। পরে সোনারগাঁও  মোগরাপাড়াবাস স্ট্যান্ড  থেকে  এক বিশাল আনন্দ র‌্যালী মিছিল নিয়ে পানাম নগরে আমিনপুর মাঠে এসে উপজেলা প্রশাসনকে সাগত জানিয়ে র‌্যালীটির পরিসমাপ্তি  ঘটে।  এ সময় অনলাইনসংঘঠনের  সাথে জড়িত থাকা প্রায় ৫ শতাধিক  লোক রক্তিম লালটি-শার্ট  গায়ে পড়ে র‌্যালীটিকে এক জনশ্রোতে পরিনত করেন।

প্রতক্ষ্যভাবে উপস্থিতে জানাযায়, সোনারগাঁওয়ের এই সংঘঠনটি তাদের নিজেদের আর্থিক সহযোগীতা ও মানবিক দিয়ে এই পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক  লোককে বিনামূল্যে রক্তদান করেছেন। সংগঠনের সভাপতি বলেন, এই সংঘঠনটিএকটি অরাজনৈতিক সংগঠন। এখানে মানবতার দিকটি বিবেচনা করা হয়। আমরা তরুন সমাজ দেশকে এগিয়ে নিতে ও দেশের মানুষকে রক্ষার্থে  আমাদের সামর্থ অনুযায়ী  ক্ষুদ্র প্রয়াসের প্রতিফলন ঘটিয়েছি।

এছাড়া আরো বলেন, যদি এলাকার উচ্চপদস্থ  ও বিত্তবান  ব্যাক্তিরা আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে আমাদের এই সেবামুলক কাজটি কার্যক্রম পরিচালনা করা আরো সহজ হয়ে যাবে।এই সংগঠনের সব সদস্যদের একটাই দাবি যেন উপজেলা প্রাশাসন আমাদের এই কার্যক্রমের ফলসরুপ আমাদের একটি সনদ পত্র  প্রদান করেন।

উক্ত র‌্যালীতে উপস্থিত  ছিলেন উপদেষ্টা হাজী জাবেদ হোসেন, রবিউল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা রাকিবুল হাসান হিমেল, সভাপতি আলমগির  হোসেন, মাসুম বিল্লাহ,রুবেল হোসাইন, বাপ্পি, মুসা, ফারুক আহমেদ , সাংবাদিক  রুবেল খান, সাংবাদিক আক্তার, সাংবাদিক  হাবিব, সুজন, হান্নান আরো বিভিন্ন এলাকা থেকে আগত অনেক সদস্যবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত