ব্যবসায়ীদের সহযোগীতার অর্থ ফেরত দিলেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ব্যক্তিগত উদ্যোগে আরো একটি নতুন ভবন নির্মাণের জন্য নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলেন নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা। গত ১৯ জুলাই সন্ধ্যা নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা সহ ব্যবসায়ী সংগঠন এবং ব্যক্তিগত তহবিল থেকে খানপুর হাসপাতালে একটি নতুন ভবন নির্মাণের জন্য তহবিল গঠন করা হয়েছিল।

আজ ৩১ আগস্ট সোমবার বিকাল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সম্মেলন কক্ষে ব্যবসায়ীদের সাথে পুণরায় মতবিনিময় করে সংগৃহিত তহবিলের সেই টাকা ফেরত দিয়েছেন এমপি সেলিম ওসমান।

মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সভাপতি মোহাম্মদ আলী, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রাশেদ সারোয়ার, বিকেএমইএ এর পরিচালক মঞ্জুরুল হক, বাংলাদেশ ক্লথ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড এর সভাপতি তানভীর আহম্মেদ টিটু, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সিনিয়ির সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, খানপুর ৩০০ শয্যা হাপসাতালের তত্ত্ববধায়ক গৌতম রায় সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ সহ শতাধিক ব্যবসায়ী।

add-content

আরও খবর

পঠিত