ব্যবসায়ীকে কুপিয়ে জখম, থানায় মামলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ১ লাখ ৮০ হাজার টাকার চাঁদার দাবিতে ব্যবসায়ী মনোয়ার হোসেনকে কুপিয়ে জখম ও তার স্ত্রীকে শ্লীতাহানী ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী মনোয়ার হোসেন বাদী হয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী ব্লাক জনীসহ ৩ জনের নাম উল্লেখ্য করে এবং ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

এর আগে গত ১৪ জুন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মোহনপুরস্থ জনৈক কাশেম মিয়ার মিলের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এলাকাবাসী আহত ব্যবসায়ীকে জখম অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। যার মামলা নং- ২৬(৬)২২ ধারা- ১৪৩/ ৪৪৭/ ৩২৩/ ৩২৪/ ৩২৬/ ৩০৭/ ৩৫৪/ ৩৮৫/ ১১৪/ ৫০৬ পেনাল কোড-১৮৬০।

তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মোহনপুর এলাকার মৃত জজ মিয়া প্রধানের ছেলে রাশেদ মিয়া ও একই ইউনিয়নের সুচিয়াবন্ধ এলাকার আমু মিয়ার ছেলে ব্লাক জনী ও ঘারমোড়া এলাকার চিহিৃত চাঁদাবাজ তুহিন দীর্ঘ দিন ধরে ব্যবসায়ী মনোয়ার হোসেনের নিকট ১ লাখ ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা চাওয়া ঘটনা নিয়ে গত ১৪ জুন মঙ্গলবার সন্ধ্যায় ব্যবসায়ী মনোয়ার সাথে উল্লেখিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের সাথে কথা কাটা কাটি হয়। এক পর্যায়ে ১নং বিবাদী ও চাঁদাবাজ রাশেদ মিয়ার র্নিদেশে কুখ্যাত মাদক ব্যবসায়ী বøাক জনী ও স্থানীয় চাঁদাবাজ তুহিন ক্ষিপ্ত হয়ে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে ব্যবসায়ী মনোয়ার হোসেনর উপর অর্তিকিত হামলায় চালায়। ওই সময় হামলাকারিরা ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় আহত ব্যবসায়ী চিৎকারের শব্দ পেয়ে তার স্ত্রী লাবলী আক্তার তার স্বামীকে বাঁচাতে এগিয়ে আসলে ওই সময় হামলাকারিরা ব্যবসায়ী স্ত্রীকে বেধম ভাবে মারধর করে আহত করাসহ শ্লীতাহানী করে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও এ রির্পোট লেখা পর্যন্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ব্লাক জনী ও তার সহযোগিদের গ্রেপ্তারের সংবাদ জপনাতে পারেনি পুলিশ।

add-content

আরও খবর

পঠিত