নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার মাসদাইরে পাওনা টাকা চাওয়ায় আগুনে পুড়িয়ে ঝুট ব্যবসায়ী সুমন (৩৭) কে হত্যার ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় হত্যা কান্ডে জরিতদের বিচার দাবী করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সুমনের বাবা আব্দুল জলিল, মা কিসমত বেগম ও স্ত্রী শিমু বেগমসহ প্রমুখ। পরে বিক্ষোভ মিছিলটি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এর আগে মানববন্ধনে বক্তারা বলেন, নিহত সুমনের কাছ থেকে ৭০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা ধার নেয় একই এলাকার বিপ্লব ও সোহেল মন্ডল। বেশ কয়েকদিন যাবৎ এ পাওনা টাকা চাইছিলো সুমন। কিন্তু তারা বিভিন্ন সময় দিচ্ছিল। তারপর গত শুক্রবার পাওনা টাকা ফেরত দেয়ার কথা বলে মোবাইল ফোনে টাকা দেয়ার আশ্বাস দিয়ে বিপ্লবের বাসায় ডেকে নিয়ে যায়।
পূর্বপরিকল্পনা অনুযায়ী বাসায় আগে থেকেই বিপ্লব, বিপ্লবের স্ত্রী শায়লা বেগম, হোটেল মাসুদ ও সোহলে মন্ডল উপস্থিত ছিল। কথাবার্তার এক পর্যায়ে সুমনের সাথে হাতাহাতি শুরু হলে বিপ্লবের স্ত্রী শায়লা বেগম, হোটেল মাসুদ হাত পা ধরে রাখে তারপর বিপ্লব সুমনের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।