নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : আওয়ামীলীগ নেতা আরজু রহমান ভূইয়া বলেছেন, বঙ্গমাতা একজন মহিয়সী নারী ছিলেন। তিনি শুধু এই নেতার সহধর্মীণীই ছিলোনা। তিনি রাজনৈতীক নেতার প্রতীক, জাতির প্রতিক ও স্বাধীনতার প্রতীক ছিলেন। তিনি র্অথনেতিক ও সাংসারিক সকল দিক থেকে বঙ্গবন্ধুকে সহযোগীতা করেছেন। তাঁর অন্য কোন চাহিদা ছিলো না। তিনি দেশ ও জাতির স্বার্থে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। বেগম মুজিব এই মহান নেতার অনুপ্রেরণা ছিলেন। তাঁর অনুপ্রেরণায়ই বাঙ্গালী জাতি এই মহান নেতাকে পেয়েছেন। সকল নারী জাতিকে সম্মানিতো স্থান করে দিয়েছেন তিনি।
বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া র্পূবক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মঙ্গলবার ৮ আগস্ট সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ ২নং রেল গেইটস্থ দলীয় কার্যালয়ে এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলটির আয়োজন করে জেলা আওয়ামীলীগ। আলোচনা সভার পুর্বে শোকাহত মাসের স্বরণে বঙ্গবন্ধু পরিবারের সকল বিদেহী আত্মার মাগফিরাত কমনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল, সাবেক শহর আওয়ামীলীগ নেতা ভাসানী, এড. আসাদুজ্জামান, জাহাঙ্গির হোসেন, জেলা তাঁতী লীগের সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, কল্পনা, ব্যাংক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল কাদির, আব্দুস সালাম, আলমগীর, মোকলেসুর রহমান, প্রমুখ।