নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সদর প্রতিনিধি ) : মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির সাথেই এদেশের গণতন্ত্র মুক্তি পাবে। এই সরকারের অন্যায় অত্যাচারের কাছে আমরা কখন মাথা নত করবো না। কারণ আমাদের নেত্রী সরকারের সব অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন। যার ফলে সরকার ভীত হয়ে তাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমান সরকারের প্রতিহিংসার শিকার হয়েছে। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপুর্ণ কর্মসূচী পালনের মাধ্যমে আপোষহীন নেত্রীকে মুক্ত করে আনবো। বৃহস্পতিবার ৮ মার্চ বেলা সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব এলাকায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে অবস্থান কর্মসূচী পালন করেন মহানগর বিএনপি।
এ সময় মহানগর বিএনপির সাধারন সম্পাদক ও এটিএম কামাল বলেন, ঢাকা’র নাজিমউদ্দিন রোডের পরিত্যাক্ত ভবনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলার শিকার হয়ে কারাগারে আছেন। তিনি দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছেন যার ফলে কারাগারে গিয়ে একটুও মনবল হারানি। মানুষের অধিকার ফিরিয়ে আনতে প্রয়োজনে মৃত্যুর আগ পযর্ন্ত কারাগারে থাকতে প্রস্তুত আছেন। তিনি কারাগার থেকে নির্দেশ দিয়েছেন শান্তিপুর্ন কর্মসূচী পালন করে মানুষের অধিকার ফিরিয়ে আনতে। প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা শান্তিপুর্ন কর্মসূচীতে বিশ্বাসী কেউ যদি অশান্তি সৃষ্টি করতে চায় তাকে ধরে আপনাদের কাছে সোপর্দ করবো।
মহানগর বিএনপির সভাপতি এড. আবুল কালাম এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান, ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সহ-সম্পাদক আওলাদ হোসেন, মনিরুল ইসলাম সজল, কোষাধক্ষ মনিরুজ্জামান মনির, মহানগর যুবদল নেতা নাজমুল হক রানা, জেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম-আহবায়ক এড. আনোয়ার প্রধান, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, মহানগর মৎসজীবী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি আয়সা সাত্তার, এড. আনিছুর রহমান মোল্লা, সোলেইমান, বরকত উল্লাহ, নজরুল ইসলাম সরদার, জাহাঙ্গীর মিয়াজী, মাহমুদুল হাসান মাসুম, মাসুদ চৌধুরী, শওকত আলী লিটন, ফেরদৌসুর রহমান, আরিফ আহম্মেদ গোগা, হারুন শেখ, হাফিজ আহম্মেদ, সাকা, কাশেম, শামীম, এড. নয়ন, মহানগর যুবদল নেতা, পাবেল, নাছির, জেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম-আহবায়ক ফারুক চৌধুরী, মহানগর স্বেচ্ছা সেবক দল নেতা মাকিদ মোস্তাকিম শিপলু, দুলাল হোসেন, আব্দুর রশিদ হাওলাদার, মোঃ রাব্বী, বন্দরথানা স্বেচ্ছা সেবক দল নেতা মোস্তাকুর রহমান, সাইদুর রহমান, হুমায়ন মোল্লা, খোকন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের শফিকুল ইসলাম,আব্দুল হাসিব,মোক্তাদির রিদয়, বন্দর থানা ছাত্রদলের পাপ্পু আহম্মেদ, আলতাফ, জুয়েল, নাজমুল, অভি, জিসান, কামরুজ্জামান খোকন, এবি সিদ্দিক, দুলাল, মতিউর রহমান মতি মহানগর বিএনপি এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচী শেষে উপস্থিত নেতৃবৃন্দরা বেগম খালেদা জিয়া সহ আটক কৃত সকল নেতৃবৃন্দদের মুক্তি ও দেশবাসীর জন্য দোয়া করেন।