নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ১২ দফার দাবিতে ৪ ঘন্টার অবস্থান কর্মসূচী পালন করেছেন বেকা গার্মেন্টস এন্ড ট্রেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা। বুধবার ২৬ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করেছেন আদমজী ইপিজেডে অবস্তিত বেকা গার্মেন্টস এন্ড ট্রেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা।
এ সময় তারা বেকা গার্মেন্টস এন্ড ট্রেক্সটাইল লিমিটেড থেকে বেআইনিভাবে ছাটাইকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করার ও মাতৃকালীন ভাতাসহ ১২ দফা দাবি মেনে নেওয়া দাবি জানান। এছাড়া শ্রমিকদের নির্যাতনকারী বেপজার ডেপুটি ম্যানেজার নাসরিন ও কাউন্সিলর মোজাম্মেল, মনিরকে চাকরি থেকে অপসারন করারও দাবি জানান। এ দাবি না মানলে আগামী ৩০ সেপ্টেম্বর তারা অনসন কর্মসূচি পালন করবেন বলেও জানান।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত রয়েছেন সমাজতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, দপ্তর সম্পাদক কামাল পারভেজ মিঠু, সমাজতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, বিসিক গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক আবু সাইদ সাইফুল ও শ্রমিকবৃন্দ।
সমাজতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ বলেন, দীর্ঘদিন যাবৎ বেকা গার্মেন্টসের শ্রমিকরা ১২ দফা দাবিতে আন্দোলন করে যাচ্ছে। কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। বরং শ্রমিকদের বিভিন্ন রকম নির্যাতন ও হুমকির শিকার হতে হচ্ছে। কিন্তু শ্রমিকরা তাদের দাবিতে অটল। আজ যদি প্রশাসন কিছু না করলে বেকা গার্মেন্টসের সকল শ্রমিকরা আগামী ৩০ সেপ্টেম্বর অনসনে নামবে।
সমাজতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ বলেন, অনেকদিন যাবৎ বেকা গার্মেন্ট শ্রমিকদের এ কর্মসূচিগুলো চলে আসছে। ইতিমধ্যে আমরা প্রধানমন্ত্রী, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার, ঢাকা ও নারায়ণগঞ্জ বেপজার হেড বরাবর স্মরকলিপি দিয়েছি। কিন্তু তাতেও কোনো সুফল না পেয়ে শ্রমিকরা আজ আবার আন্দোলনে নেমেছেন।