বি.এম স্কুলের এসএসসি পরীক্ষার্থীর চিকিৎসার জন্য পরিবারের সাহায্য কামনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বন্দর বি.এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের এস.এস.সি পরীক্ষার্থী সিফাত উল্লাহ বিদ্যালয়ের ছাদ থেকে বেঞ্চ পড়ে গুরুত্বর আহত হয়েছে। এস.এস.সি পরীক্ষার্থী সিফাত উল্লাহ ১৭ দিন ধরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আহত ছাত্র সিফাতউল্লার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন তার পিতা ফার্নিচার মিস্ত্রি হযরত মিয়া ।

জানা গেছে, গত ৬ অক্টোবর শনিবার দুপুরে টেষ্ট পরীক্ষা দিতে গেলে বিদ্যালয়ের পূর্ব দক্ষিনের কোনায় প্রসাব করতে যাওয়ার সময় ভবনের ছাদ হতে একটি বেঞ্চ তার মাথায় পড়ে। ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরন হয়।

তাৎক্ষনিক বিদ্যালয় কতৃপক্ষ সিফাত উল্লার পিতার হাতে ১০ হাজার টাকা  ও এম্বোলেন্স করে ঢাকা পাছানোর ব্যবস্থা করে দেয়। সিফাত উল্লার মাথার বাটি ফেটে গিয়ে কয়েকটি রগ কেটে গেছে বলেই তাকে মূমূর্ষ অবস্থায় ঢামেকে আইসিউতে ভর্তি করা হয়।
সিফাত উল্লার চিকিৎসার জন্য বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা চাঁদা তুলে তার পিতার হাতে আরও ৬৩ হাজার ২৫০ টাকা সহায়তা করেছেন বলে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল গনি জানান।

সিফাতউল্লার পিতা হযরত আলী জানান, স্কুল থেকে দেয়া ৭৩ হাজার ২৫০ টাকা ছাড়াও আত্মীয়-স্বজনদের কাছ থেকে ৬০-৬৫ হাজার টাকা হাওলাত করে এখন আর কোন দিশা পাচ্ছিনা। প্রতিদিন তার পেছনে ৬-৭ হাজার টাকা খরচ করতে হচ্ছে যা আমার পক্ষে সম্ভব না। ২ ছেলে ও ১ মেয়ের মধ্যে সিফাত উল্লাহ বড়। কাঠের ফার্নিচারের কাজ করে কোন মতে সংসার চালাতে হিমশিম খেতে হয়। সাহায্য ছাড়া আমার ছেলের চিকিৎসা করা সম্ভব না। তাই আমার ছেলের চিকিৎসার জন্য বৃত্তবানদের প্রতি অনুরোধ জানাই। সাহায্য পাঠানোর জন্য ০১৮৮১১০৭২৪৬ (বিকাশ) সিফাত উল্লাহ।

add-content

আরও খবর

পঠিত