বিয়ারের সাথে স্প্রিড পানে ২ যুবকের মৃত্যুর ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সিদ্ধিরগঞ্জে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত নেশার জন্য বিয়ারের সাথে স্প্রিড মিশিয়ে পান করায় ২ যুবকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার (২৬ জানয়ারি) পুলিশ বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলাটি দায়ের করে। যার মামল নং-৬৮।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (২৩ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আমিনুল হকের মেয়ের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তার ছেলে নাহিদ (২২) বন্ধু-বান্ধবসহ অন্যান্য অতিথিদের নিয়ে আনন্দ পূর্ণ করার জন্য বিয়ার পানের আয়োজন করে।

এসময় নাহিদের বন্ধুদের মধ্যে আকিব, আশিক, দ্বীন ইসলাম, আক্কাস এবং রাসেলসহ আরো কয়েকজন অতিরিক্ত নেশার জন্য আমিনুল হকের বাড়ির নিচতলার ভাড়াটিয়া কসমেটিকস কারখানার মালিক হিরো হাওলাদারের (৩৬) সাথে যোগাযোগ করে তার কসমেটিকস কারখানায় রক্ষিত স্প্রিড এনে দেয়। পরে তারা ওই স্প্রিড বিয়ারের সাথে মিশিয়ে পান করে।

এতে করে আকিব (২২), আশিক (১৮), দ্বীন ইসলাম (২৮), আক্কাস (১৯) এবং রাসেল (১৯) সহ কয়েকজন ওই রাতেই অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে আকিব এবং দুপুরে আশিক (১৮) মারা যায়।

এঘটনায় পুলিশ বাদি হয়ে হিরো কসমেটিকস এন্ড ক্যামিকেলের মালিক হিরো হাওলাদার এবং আমিনুল হকের ছেলে নাহিদকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। এদিকে ওই কসমেটিকস কারখানা থেকে ৪লিটার স্প্রিড জব্দ করেছে পুলিশ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন পারভেজ জানায়, গায়ে হলুদের অনুষ্ঠানে বিয়ারের সাথে স্প্রিড পানে ২ যুবকের মৃত্যুর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, বিভিন্ন সময় গায়ে হলুদসহ বিভিন্ন অনুষ্ঠানে আনন্দ করার জন্য মদ বা বিয়ার জাতীয় এলকোহলের আয়োজন করা হয়ে থাকে। যা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। এছাড়া এই এলকোহল মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। আমার আহ্বান থাকবে যেনো এখন থেকে আর কোন পারিবারিক অনুষ্ঠানে এমন আয়োজন করা না হয়। প্রত্যেক অভিভাবকের প্রতি আমার এই আহ্বান থাকবে। যদি এধরনের কোন খবর আমরা জানতে পারি, তাহলে কঠিন ব্যবস্থা গ্রহণ করবো ওইসব আয়োজকদের বিরুদ্ধে।

add-content

আরও খবর

পঠিত