নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ষ্টাফ রিপোর্টার ) : যক্ষা মুক্ত নারায়ণগঞ্জ গড়তে এবং সমাজ সচেতনতা বৃদ্ধিতে র্যালী অনুষ্ঠিত হয়েছে। ২৪ই মার্চ শনিবার সকাল ৯টায় মানব কল্যাণ পরিষদের আয়োজনে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় থেকে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষ্যে র্যালী বের করা হয়।
মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার তত্ত্বাবধানে যক্ষা দিবসের র্যালীটিতে অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মো. এহসানুল হক, নারায়ণগঞ্জ বিএমএ সভাপতি ডা. শাহ নেওয়াজ চৌধুরী ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও আসাদুজ্জামান।
এসময় র্যালীতে আরও অংশগ্রহণ করে সংগঠনের সক্রিয় সমাজকর্মী মোমেন ইসলাম, জাহাঙ্গীর হোসেন, রাকিবুল ইসলাম, মোস্তফা, মরিয় ম আক্তার মীম, জিতু আক্তার, নূপুর আক্তার, নিথর আক্তার রাব্বানা, অনামিকা ও জান্নাতুল ফেরদাউস মনিষা প্রমুখ। সংগঠনের র্যালীটি কোট চত্বরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে প্রশাসনের মূল র্যালীটির সাথে সম্পৃক্ত হয়ে সমাপ্তি ঘটে।