নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ওয়াজেদ সীমান্তকে (২০) হত্যার ঘটনায় ঘাতক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। গ্রেপ্তার আসামির নাম অনিক (২৮)। তার কাছ থেকে হত্যাকান্ডে ব্যাবহৃত সুইচগিয়ার ও সীমান্তের ব্যাবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
এদিকে ছিনতাই রোধে পুলিশের সিনিয়র অফিসারদের দিয়ে মোবাইল টিম দিয়ে কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়ে পুলিশ সুপার বলেন, <span;>ছিনতাই রোধে আমরা আমাদের সিনিয়র অফিসারদের দিয়ে আমাদের মোবাইল টিমগুলো ঠিকমত কাজ করছে কিনা তা তদারকি হচ্ছে। আমরা এটা কঠোর ভাবে পর্যবেক্ষণ করছি। ছিনতাই হয়ত এত সহজে নির্মূল হবে না তবে অনেক কমে আসবে।আপনাদের এলাকায় যে দুষ্ট লোক আছে আমাদের আপনারা তথ্য দিয়ে সহায়তা করবেন। পুলিশ তো আর সকলকে চেনে না। আমরা দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনবো।
সংবাদ সম্মেলন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, সীমান্তকে আঘাত করা সেই সুইচগিয়ারসহ ছিনতাইকারী গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে সীমান্তের মোবাইল ফোনটি জব্দ করেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে পুলিশ তিন জনের নাম জানতে পেরেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এসময় উপস্থিত ছিলেন, নিহত সিমান্তের পিতা, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা।