নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিবেদক ) : আগামী ৮ ফেব্রুয়ারী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নিতি মামলার রায় ঘোষণার কথা রয়েছে। এই রায়ের তারিখ ঘোষণার পর থেকে পুরো দেশজুড়েই মিশ্রপ্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ বলছেন রায় বিএনপির চেয়ারপাসনের বিপক্ষে গেলে দেশে আবারো অরাজকতা পরিস্থিতির সৃষ্টি হবে, আবার বিএনপি বিশৃঙ্খলা করতে চাইলে তাদের কঠোর হস্তে দমনের ইংগিতও পাওয়া যাচ্ছে।
এ নিয়ে নারায়ণগঞ্জেও নানা আলোচনা চলছে গেল দু’দিন ধরে। এ অবস্থায় সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে এক অজানা আতঙ্ক বিরাজ করছে। খালেদা জিয়া’র রায় কী হবে তা জানে না আওয়ামী লীগের নেতারা। তবে বিএনপি যেভাবে হুমকি দিচ্ছে এতে করে তাঁরাও প্রস্তুতি নিচ্ছে। ক্ষমতসীন দলের নারায়ণগঞ্জের নেতারা বলছেন, রায়কে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। জনগণকে সাথে নিয়েই সব ধরণের বিশৃঙ্খলা প্রতিরোধ করা হবে।
এ প্রসঙ্গে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেছেন, আদালতের রায় প্রসঙ্গে আগে থেকে কোনো ধরনের মন্তব্য করা ঠিক হবেনা। তাঁরা আদালতকে নানা ধরনের হুমকি দিচ্ছে, এটা ঠিক না। তবে, রায় বিপক্ষে গেলে তাঁরা কি ধরনের কর্মসূচি দিবে তার উপর ভিত্তি করে আমরা বিশৃঙ্খলা প্রতিরোধে ব্যবস্থা নিব।
মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, আইন তার নিজম্ব গতিতে চলে। সে হিসেবে রায় যেকোন দিকে যেতে পারে। রায় খালেদা জিয়ার বিপক্ষে গেলে তাঁর নেতাকর্মীরা বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমরা বাধাও দেবনা কিংবা প্রতিরোধও করবো না। কেননা, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। তবে, দলের অভিভাবকের কাছ থেকে বিশৃঙ্খলাকারীদের প্রতিরোধ করার নির্দেশনা এলে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।
অপরদিকে, বেগম জিয়া’র বিপক্ষে রায় গেলে চুপ করে বসে থাকবে না নারায়ণগঞ্জ বিএনপি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ি জনগণকে সাথে নিয়ে রাজপথে নামার কথা জানিয়েছে এই দলটির স্থানীয় নেতারা। তাঁদের দাবি, বেগম জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলায় আদালত কী রায় দিবে তা আগের থেকেই ঠিক করে রেখেছে সরকার যা সরকার দলীয় মন্ত্রীদের বক্তব্যেই প্রকাশ পাচ্ছে।
তবে স্থানীয় বিএনপি’র অনেকেই রায় নিয়ে কি হবে, কি হবে না, রাজপথে নামতে হবে কিনা এ নিয়ে বেশ দ্বন্দ্বে আছে। তাঁরা অনেকেই কৌশলে পুরো ব্যাপারটাই এড়িয়ে যেতে চাইছেন। বলছেন, কেন্দ্র যে সিদ্ধান্ত জানাবে, সেভাবেই কাজ করবো।
জেলা বিএনপির সাধরণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বিচারক যদি ন্যায় বিচার করেন তবে, রায় বেগম জিয়ার বিপক্ষে যাবে না। বেগম জিয়ার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট। সুতরাং ন্যায় বিচার হলে রায় বেগম জিয়ার বিপক্ষে যাবার কোনো কারণ নাই। মিথ্যা মামলায় বিপক্ষে রায় দেয়া হলে কেউই মেনে নিবেনা। এমনকি দেশের জনগনও মেনে নিবেনা। সুতরাং রায় বিপক্ষে গেলে শুধু বিএনপি না, দেশের সাধারণ জনগনও রাজপথে নেমে আসবে।
অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, রায় কি হবে? তাতো সরকার বা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা বা মন্ত্রীদের বক্তব্যে আগেই প্রকাশ পাচ্ছে। তবে, বিচারের নামে যদি প্রহোসন করা হয় বা জিয়া পরিবারকে হেনস্তা করা হয় তাহলে সরকারের জন্য তা সুখকর হবেনা।