বিরল প্রজাতির পাখিসহ ধৃত ৪ পাচারকারী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : র‌্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক বন্যপ্রাণী পাচারকারী চক্রের ৪ সদস্যেকে গ্রেফতার করা হয়ছে। এসময় তাদের কাছ থেকে আমদানী নিষিদ্ধ বিরল প্রজাতির ২টি টোকান ও ১টি ইকলেকটাস প্যারোট পাখি উদ্ধার করা হয়।  শনিবার (১৭ নভেম্বর) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উত্তরায় অভিযান পরিচালনা করে পাখিগুলো উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত ২টি টোকান পাখির আনুমানিক মূল্য-৩০,০০,০০০ টাকা ও ইকলেকটাস পাখির আনুমানিক মূল্য ১,০০,০০০টাকা। গ্রেফতারকৃতরা হলেন, মো. জাহিদুল হাসান (৩২), খন্দকার বুলবুল ইসলাম (৩৪), রফিকুল ইসলাম (৪১), মো. মাসুদুর রহমান (২৯)।

র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় দীর্ঘদিন ধরে এই চোরাকারবারী চক্র বিদেশ থেকে পশুপাখি আমদানীর আড়ালে বিমানবন্দরের সিএ্যান্ডএফ এর সাথে সংঘবদ্ধভাবে আমদানী নিষিদ্ধ বিরল প্রজাতির পশুপাখি আমদানী করে পাশ¡বর্তী দেশ সমূহে পাচার করে আসছে। অনুসন্ধানে আরো জানা যায় গত ০৮ মে যশোর থেকে উদ্ধার করা ০৯টি জেব্রা গ্রেফতারকৃত রফিকের পরিচালিত সিএ্যান্ডএফ (মতিন এন্ড কো: ) এর মাধ্যমে বিমানবন্দর থেকে ছাড় করা হয়েছিল এই চক্র বিভিন্ন সময় সাদা সিংহ, বিদেশী বানর, চিতা বাঘ, জেব্রাসহ বিরল প্রজাতির মূল্যবান পাখি আফ্রিকা, দক্ষিন আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কৌশলে নিয়ে আসে এবং অধিক মূল্যে পাশ¡বর্তী দেশ সমূহে পাচার করে দেয়।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত ২টি বিরল প্রজাতির আমদানী নিষিদ্ধ  টোকান পাখি ও ১টি ইকলেকটাস প্যারোট পাখিগুলো বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের কর্মকর্তার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক গাজীপুরে সংরক্ষণের জন্য হস্থান্তর করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত