নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে র্যাব ও পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান বিয়ার ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ৩০ই জুলাই শুক্রবার রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বটতলা ও ৩১শে জুলাই শনিবার সকালে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোলপ্লাজার পশ্চিম পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির জানান, র্যাব-১, সিপিসি-৩ এর পূর্বাচল ক্যাম্পের একটি অভিধানিক দল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোলপ্লাজার পশ্চিমপাশে তিন কন্যা রেষ্টুরেন্টের সামনে একটি প্রাইভেটারে তল্লাশি চালিয়ে ৬শ ৭২ ক্যান বিয়ার, ৩টি মোবাইল সেট, নগদ ১ লাখ ২২ হাজার টাকাসহ কিশোরগঞ্জের কটিয়াদী থানাধীন নয়াবাড়ি এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে কাইয়ুম ও নারায়ণঞ্জের আড়াইহাজার থানাধীন ঈদবার্দী ভুইয়াপাড়া এলাকার মৃত বাবুল ভুইয়ার ছেলে সুজন ভুইয়াকে গ্রেফতার করে।
এর আগে শুক্রবার রাতে চনপাড়া বটতলা মোড় এলাকায় রূপগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ ক্যান বিয়ারসহ চনপাড়া বড়বাড়ি এলাকার মোজা মিয়ার ছেলে পাভেল মিয়াকে ও ৫০ পিস ইয়াবাসহ চনপাড়া মোড় এলাকার ফারুক মিয়ার ছেলে ইমনকে গ্রেফতার করে। উভয় ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে র্যাব ও পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।