নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৃথক ৩টি অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ পাচঁ মাদক ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ২১শে মার্চ সোমবার আড়াইহাজার থানাধীন বিশনন্দিতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলো : মো.ছালেমুছা ইসলাম (২৬), মোছা : সুবর্না বেগম (৩০), মো. রুবেল মিয়া (২৯), মো.আবির হোসেন (১৯) এবং মোছা : শান্তা খাতুন (২৫)। অভিযান চালিয়ে ১২.৫ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী এবং একই এলাকায় আরও ১২ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী এয়াড়া ৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব। এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ৮টি মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
২২শে মার্চ মঙ্গলবার নারায়ণগঞ্জ বার্তাকে র্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব ১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।