নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগম ঢাকা এসেছেন বঙ্গবন্ধু বিপিএল মাতাতে। মাতাচ্ছেনও তার অসাধারণ গায়কীতে। সনু চমক দিয়েছেন তার কণ্ঠে পর পর তুলে আনেন জনপ্রিয় দুই গান। প্রথমটি ছিলো দেশাত্ববোধক গান -ধন ধান্য পুষ্প ভরা। ঠিক তারপরেই সনু সবাইকে অবাক করে দিয়ে কণ্ঠে তোলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা গান শোন, একটি মজিবরের কণ্ঠে লক্ষ মজিবরের ।
বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চে ওঠেন সনু নিগম। সাদা টি-শার্টের ওপর বাদামি রঙের জ্যাকেট চড়িয়ে সনু যখন মঞ্চে পা রাখেন, তখন দর্শক সারি কানায় কানায় ভর্তি। বিপুল করতালিতে দর্শকরা মঞ্চে স্বাগত জানায় সনুকে।
ভিআইপি গ্যালারিতে তখন অনুষ্ঠান উপভোগ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সনুর গানের সঙ্গে তাকেও মুখ মেলাতে দেখা গেছে। সনু গান শেষ করার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীও করতালি দিয়ে তাকে অভিবাদন জানান।
সনু নিগম ছাড়াও বিপিএল মঞ্চে ভারতের জনপ্রিয় গায়ক কৈলাশ খেরের গান গাওয়ার কথা রয়েছে। এছাড়াও এ মঞ্চে পারফর্ম করবেন বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ।