নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বিশেষ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকাতে তিনদিন বিদ্যুৎ বিভ্রাট থাকবে জানিয়ে আগাম বিজ্ঞপ্তি দিয়েছিল পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড তথা পিজিসিবি। কিন্তু নির্ধারত সময় থেকে দুই দিন পেরিয়ে গেলেও এখনও বিদ্যুৎ বিভ্রাট কিছুতেই কমছেনা। এতে করে দুর্বিষহ জীবন যাপন করছে নগরবাসী। একদিকে গনগনে সূর্যালোক গরম বাড়িয়ে দিয়েছে। এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং এর মাত্রাও।
শহরের নিতাইগঞ্জ, পাইকপাড়া, বাবুরাইল, দেওভোগ, চাষাঢ়া, আল্লামা ইকবাল রোড, কলেজ রোড, নন্দীপাড়া,গলাচিপা, কালীবাজার, আমলাপাড়া, মিশন পাড়া, খানপুর, হাজিগঞ্জ এলাকার বাসিন্দারা জানান, গত কয়েকদিনের বিদ্যুতের বেল্কীবাজিতে আমাদের সীমাহীন দর্ভোগ পোহাতে হচ্ছে। এর আগে তিনদিনের বিজ্ঞপ্তি দিলেও এরপরও কমেনি এই বিদ্যুৎ বিভ্রাট। ক্ষনে ক্ষনে বিদ্যুত চলে যাওয়াতে বাসায় আইপিএস এ চার্জও হচ্ছে না। সৃষ্টি হয়েছে তীব্র পানি সংকটেরও।
এদিকে আসছে রমজানকে ঘিরে নগরবাসীর প্রস্তুতি সহ নানা কাজে বাধা বিপত্তিতে বিপাকে পড়েছে জনসাধারণ। বিশেষ করে নারায়ণগঞ্জের শিল্প প্রতিষ্ঠানগুলোতে এই সংকট দেখা দিয়েছে ব্যপক হারে। বিভিন্ন ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো ঈদ উপলক্ষে জামা কাপড়ের র্অডার নিলেও সময় মত ডেলিভারী হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে মালিকরা।
এছাড়াও গত কয়েকদিনের লোডশেডিংয়ের কারণে কর্মস্থল কিংবা বাসা-বাড়িতে কোথাও স্বস্থি নি:শ^াস ফেলতে পারছে না মানুষ। বৃদ্ধি পাচ্ছে হিটস্ট্রোকে আক্রান্তের সংখ্যাও। যৌথ ও ছোট উভয় পরিবারের সদস্যদের এই বিড়ম্বনা অসহনীয় হয়ে উঠেছে। বিঘ্নিত হচ্ছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের লেখাপড়াও।
উত্তর চাষাঢ়া এলাকার বাসীন্দা শেখ মাকসুদুর রহমান জানান, সকাল থেকে রাত পর্যন্ত প্রতি ঘন্টা লোডশেডিং হচ্ছে। ঘন ঘন এমন লোডশেডিংয়ে আমরা অতিষ্ট।
এ প্রসঙ্গে আল্লামা ইকবাল রোডের একজন স্থানিয় বাসিন্দা বলেন, বিদ্যুৎ বিভ্রাট নিরসনে জনমত গঠন করা দরকার। জনমত গঠন ও পরিচালনায় একটি স্বতন্ত্র, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। কোনো কারণ ছাড়া বিদুৎ সংযোগ বন্ধ রাখলে জনমত গঠন করে আন্দোলন করতে হবে। কোনো কারণ ছাড়াই কেন পুনঃপুন বিদ্যুৎ বিভ্রাট? তা খতিয়ে দেখতে মূলত এই জনমত গঠন করতে হবে। বিদ্যুৎ খাতে দুর্নীতি, অবৈধ সংযোগ, বিদ্যুৎ পাচার, পুল ও তার সংযোগ স্থাপনে দীর্ঘসূত্রতা, অতিরিক্ত বিল আদায় বন্ধ করাসহ নানা অসঙ্গতিমূলক কাজ রহিতকরণ ছাড়া বিদুৎ বিভ্রাট নিরসন করা যাবে না।
অন্যদিকে, গতকাল বিকেলে নগরীর ডি.আই.টি চত্বরে সমাবেশ করে রমজান মাসকে সামনে রেখে সাহরী ও ইফতারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, পানি ও গ্যাসের ব্যবস্থা নিশ্চিত করার জন্য জোর দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
এসময় তিনি বলেন, মাহে রমজানের সম্মানে সব ধরণের গর্হিত কাজ থেকে বিরত থাকতে ও রাখতে সরকারকে কার্যকরী উদ্যোগ নিতে হবে। সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতির কারণে দেশের সর্বত্র দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। দেশের সর্বত্র চলছে দুর্নীতি আর দুঃশাসনের মহা প্রতিযোগিতা। সুইপার-কুলি থেকে শুরু করে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত সকলেই কোন না কোনভাবে দুর্নীতির সঙ্গে জড়িত। সুদ, ঘুষ ও দুর্নীতির ভয়াবহ সামাজিক ও রাষ্ট্রীয় ব্যাধি। এই ব্যাধি জাতি হিসেবে আমাদেরকে বিশ্বের সামনে মাথা উচুঁ করে দাঁড়াতে দিচ্ছে না।
সূত্র মতে, তাদের আওতাধীন সিদ্ধিরগঞ্জ গ্রীড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষে ১৩২/৩৩ কেভি, ৫০/৮৩ এমভিএ টি-২ পাওয়ার ট্রান্সফরমার প্রতিস্থাপন করে একটি ১৩২/৩৩ কেভি, ৮০/১২০ এমভিএ ট্রান্সফরমার এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি স্থাপন কাজের জন্য ১০ মে বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১৩ মে রোববার ১০টা পর্যন্ত টি-২ ট্রান্সফরমার বন্ধ রাখার কারণে এই বিভ্রাট দেখা দিবে বলে জানিয়েছিলো।