নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মদনপুরের বহুল সমালোচিত নব্য গডফাদার খলিল মেম্বারকে বর্জন করতে শুরু করেছে স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মীরা। ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি পরিচয়ে এলাকায় এমন কোন অপকর্ম নেই যা করেনি এই খলিল মেম্বার ও তার বাহিনী। সন্ত্রাস, চাঁদাবাজী, মাদক ব্যবসা, জবরদখলসহ সকল অপকর্মের হোতা এই খলিল মেম্বারের কারণে আওয়ামীলীগের ভাবমুর্তি ক্ষুন্ন হয়েছে। ৬ এপ্রিল খলিল মেম্বারের শ্যালক মারুফকে বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। সার্বক্ষনিক সহযোগী ও শ্যালক মারুফ মরণনেশা ইয়াবাসহ গ্রেফতারের পর জনসম্মুখে বহুরুপী কুখ্যাত খলিল মেম্বারের মুখোশ উন্মোচন হয়েছে। ফলে মদনপুরজুড়ে সমালোচনার ঝড় বইছে। এদিকে ওয়ার্ড আওয়ামীলীগের স্বঘোষিত সভাপতি বিতর্কিত খলিল মেম্বারকে নানা অপকর্মের কারণে বর্জন করতে শুরু করেছে এলাকাবাসী। শুধু তাই নয়, দলের ভাবমুর্তি ক্ষুন্ন করায় মঙ্গলবার মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের প্রার্থী নির্ধারনী সভায় ডাকা হয়নি খলিল মেম্বারকে। এ ব্যাপারে মদনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিমুদ্দিন বলেন, আওয়ামীলীগের নেতৃত্বে নতুন এক ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে। সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। এমতাবস্থায় দলের ভাবমুর্তি ক্ষুন্ন করার অধিকার কারও নেই। এদিকে আসন্ন ইউপি নির্বাচনে আবারও মেম্বার পদে নির্বাচিত হতে বিগত নির্বাচনের মতো সন্ত্রাসের আশ্রয় নিতে পারে নব্য গডফাদার খলিল মেম্বার। এমন আশংকায় এলাকায় বিরাজ করছে আতংক।