নারায়ণগঞ্জ বার্তা ২৪ : স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন- এই স্লোগানে মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৩ ডিসেম্বর) সকালে জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, জাতীয় ক্রীড়া ফেডারেশন ফোরাম এবং ফুটবল এসোসিয়েশনের যৌথ আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং জেলা ক্রিড়া সংস্থ্যার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ টিটুর তত্ত্বাবধায়নে ওসমানি স্টেডিয়াম থেকে শহরের চাষাঢ়া পর্যন্ত এ র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পূণরায় ইসদাইর এলাকার স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন, রাষ্ট্রীয় পদক প্রাপ্ত ক্রীড়া সংগঠক কুতুব উদ্দিন আকসির, জেলা ক্রীড়া সংস্থ্যার সহ সাধারণ সম্পাদিকা রোকসানা খবির, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ফারুক বিন ইউসুফ পাপ্পু, অতিরিক্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন শাহিন, যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির, সদস্য ফিরোজ মাহমুদ সামা, মোঃ আসলাম, মাহবুবুল হক উজ্জল, এস.এম রানা, নুরুল ইসলাম, মাহবুব হোসেন বিজন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শহীদ হোসেন স্বপন, সদস্য মাহমুদ হোসেন সুজন সহ জেলার ক্রিকেট কোচ ও খেলোয়াড় প্রমুখ।
এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং নারায়ণগঞ্জ জেলা ক্রিড়া সংস্থ্যার সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ টিটু জানায়, সারাজেলায় আজ র্যালি করা হচ্ছে। কারণ আমরা একজন বঙ্গবন্ধুকে পেয়েছি বিধায় এই বাংলাদেশ পেয়েছি এবং তারই কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সে উন্নয়নের ধারাবাহিকতা যেন থাকে। আমরা চাই স্মার্ট বাংলাদেশের সাথে একটা স্মার্ট ক্রিড়াঙ্গন পাবো সেটাই প্রত্যাশা।