নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : বিকেএমইএ নির্বাচনের ভোট গ্রহণের নির্ধারিত তারিখ র্ধায করা হয়েছিলো আগামী ৩ সেপ্টেম্বর। এ নির্বাচনে অংশগ্রহনের লক্ষে ২৭টি পদের সিদ্ধান্ত গৃহিত হয়। ইতোমধ্যেই ২৭ টি পদের জন্য ২৭ জন তাদের মনোনয়ন পত্র দাখিলও সম্পন্ন করেছেন। শনিবার ৫ই আগস্ট দুপুরে শহরের চাষাড়ায় বিকেএমইএ এর প্রধান কার্যালয়ে নির্বাচন কমিশনার শিল্পপতি মোহাম্মদ আলীর কাছে সেলিম ওসমানের নেতৃত্বে ২৭ জন প্রার্থী এ মনোনয়ন পত্র জমা দেন। তবে এই ২৭টি পদে অন্য কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বি না করায় ভোট গ্রহণ হচ্ছে না। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই ২৭ জন প্রার্থী নির্বাচিত হতে যাচ্ছেন।
মনোয়ন পত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন, সেলিম ওসমান, মঞ্জুরুল হক, আবু আহম্মেদ সিদ্দিক, মনসুর আহম্মেদ, জি.এম ফারুক, হুমায়ন কবীর খাঁন শিল্পী, মোস্তফা জামাল পাশা, মোরশেদ সারোয়ার, ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, আতাউর রহমান, আশিকুর রহমান, শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, তারেক আফজাল, মজিবুর রহমান, খন্দকার সাইফুল ইসলাম, শামীম আহম্মেদ, আলমগীর কবীর, আলামিন, মহিবুর রহমান, গরহর সিরাজ জামিল, শেখ এইচ এম মোস্তাফিজ, নুরুল আলম চৌধুরী, মস্তোফা মনোয়ার ভূইয়া, শহীদউদ্দিন আহম্মেদ চৌধুরী আজাদ, রাজীব দাস সুজয়, ফজলুল কাদের মিয়া।
আগামী ২০ সেপ্টেম্বর বিকেএমইএ বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ রয়েছে। সেই অনুসারে বিধিমোতাবেক নতুন পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ঘোষিত তফসিল অনুসারে আগামী ৯ সেপ্টেম্বর বিকেএমইএ পরিচালণা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আগামী ২৫ আগস্ট সভাপতি ও ৩জন সহ সভাপতি নির্বাচন করা হবে। এবার বিকেএমইএতে কার্যকরী সদস্য পদ তৈরি করা হয়েছে। এ উপলক্ষে এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলীকে চেয়ারম্যান করে নির্বাচন বোর্ড গঠন করা হয়। বোর্ডো সদস্য করা হয়েছে এফবিসিসিআইএর পরিচালক প্রবীর কুমার সাহা এবং এনসিসিআই এর পরিচালক মো. রাশেদ সারোয়ারকে।
প্রসঙ্গত, গার্মেন্ট মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনে (বিকেএমইএ) আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ২৭ জন।