বিকেএমইএ এর ২১তম এজিএম ৩৬ কোটি ৫০ লাখ টাকার বাজেট অনুমোদন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ এর ২১তম বার্ষিক সাধারণ সভা (২০১৮-২০১৯) সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টায় শহরের চাষাঢ়া এলাকায় বিকেএমইএ এর প্রধান কার্যালয়ের পাশে অবস্থিত বাঁধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত এজিএম এ ৫টি বিষয় অনুমোদন দেওয়া হয়েছে। যার মধ্যে ২০তম বার্ষিক সাধারণ সভার কার্যবিরনী, বিকেএমইএ এর পরিচালনা পর্ষদের (২০১৮ -২০১৯) কার্যক্রমের প্রতিবেদন, ২০১৮-২০১৯ সালের অডিটকৃত হিসাব, ২০১৯-২০২০ সালের প্রস্তাবিত বাজেট এবং ২০১৯-২০২০ সালে বিকেএমইএ এর বার্ষিক হিসাব প্রতিবেদন অডিট ও প্রস্তুত করার জন্য অডিট ফার্ম নিয়োগ প্রদান এবং তাদের ফি নির্ধারণের বিষয়টি সর্ব সম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়াও চট্রগ্রামে বিকেএমইএ এর নিজস্ব ভবন নির্মাণের জন্য ৭কোটি টাকার বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে। যা ব্যাংকে এফডিআর করে রাখা আছে। অপরদিকে ২০২০ সালের মধ্যে নারায়ণগঞ্জে চাঁদমারি বা চাষাঢ়া বিকেএমইএ এর কমপ্লেক্স ভবনটি নির্মাণ কাজ সম্পন্ন করার বিষয়টি গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। ২০১৬ সালে বিকেএমইএ ভবন নির্মানের জন্য ১৫ কোটি টাকা অনুমোদন করা হয়েছিলো। তবে বর্তমানে চট্টগ্রামে অফিস ভবন নির্মাণের জন্য ৭ কোটি দিয়ে বিকেএমইএতে থাকছে ৯ কোটি ৭৩ লক্ষ ৮৯ হাজার টাকা।

অনুমোদন হওয়া কার্যবিরনীতে বলা হয় বিকেএমইএ এর ২০১৮-২০১৯ সালের অনুমোদিত বাজেট ছিল ৩৩ কোটি ২১লাখ ৮০হাজার টাকা, যার মধ্যে খরচ হয়েছে ২৯ কোটি ৩২লাখ ২৭হাজার ২১১ টাকা এবং উদ্ধৃত্ত রয়েছে ৪ কোটি ৮২লাখ ৭৫হাজার ৮৫৩ টাকা।  ২০১৯-২০২০ সালের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৩৬কোটি ৫০ হাজার টাকা এছাড়াও বাজার সম্প্রসারণের জন্য মেলা, সেমিনার ইত্যাদি প্রয়োজনে অতিরিক্ত আরো ৫ কোটি টাকার প্রস্তাব রাখা হয়েছে। অডিট ফি ২০১৮-১৯ সালের জন্য অনুমোদিত ১লাখ ১৫হাজার টাকা এবং ২০১৯-২০ সালের জন্য অডিট ফি প্রস্তাবনা হচ্ছে ১লাখ ৩০হাজার টাকা।

বিকেএমইএ এর সভাপতি এমপি সেলিম ওসমানের সভাপতিত্বে এজিএম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দ্বিতীয় সহ সভাপতি অমল পোদ্দার, সহ সভাপতি (অর্থ) মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক মঞ্জুরুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএর পরিচালক আবু আহম্মেদ সিদ্দিক, মনসুর আহম্মেদ, জিএম ফারুক, মোস্তফা জামাল পাশা, আশিকুর রহমান, খন্দকার সাইফুল ইসলাম, মোস্তফা মনোয়ার ভূইয়া, তারিক আজিজ, রাজিব দাস সুজয়, শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, সেলিম মাহবুব নাসিমুল তারিক মঈন, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, কবির হোসেন, মোহাম্মদ হাসান, আহম্মদ নূর ফয়সাল, মির্জা মোহাম্মদ আকবর আলী চৌধুরী, ইমরান কাদির তূর্য, মজিবুর রহমান।

add-content

আরও খবর

পঠিত