নারায়ণগঞ্জ বার্তা ২৪: মহানগর বিএনপি নেতা এবং মানব জমিনের ফটো সাংবাদিক ও অনলাইন পোর্টাল ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডটকম এর সম্পাদক আলমগীর আজিজ ইমনের বড় ভাই আব্দুল আজিজ বাচ্চু আর নেই। কাশিপুর বাংলা বাজার সরদার বাড়ী তার নিজ বাস-ভবনে বাদ ফজর হৃদ-রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন।
মূত্যুকালে তার বয়স ছিলো ৪0 বছর। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর পরিবার। মরহুমের নামাজের জানাযা বাদ যোহর বাংলা-বাজার ড্রাইং সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।