বিএনপি নেতার বিরুদ্ধে লুট করে জমি দখলের অভিযোগ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দোকান ভাঙচুর, মালামাল লুট, এবং জমি দখলের অভিযোগ উঠেছে কথিত বিএনপি নেতা গোলাম রাব্বানি (৭০) ও তার ছেলে রুবেল মিয়ার (৪৫) বিরুদ্ধে। ঘটনায় ভুক্তভোগীর প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি এবং ৭০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ৭টায় মিজমিজি ধনু হাজী রোড এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী রাজিয়া সুলতানা অভিযোগ করেন, গোলাম রাব্বানীর নির্দেশে ১৫-২০ জন অজ্ঞাত ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তার তিনটি দোকান ভাঙচুর করে। ভাঙচুরের সময় প্রতিবাদ করলে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

ভাঙচুরে অংশ নেওয়া ইব্রাহিম স্বীকার করেন, গোলাম রাব্বানীর নির্দেশে এবং তার দেওয়া টাকার বিনিময়ে দোকানগুলো ভাঙা হয়েছে। ইব্রাহিম বলেন, “থানার ওসি আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলেন, কার নির্দেশে ভাঙচুর করা হয়েছে। আমি স্যারকে জানিয়েছি, গোলাম রাব্বানীর নির্দেশেই কাজটি করেছি।”

এলাকাবাসীর দাবি, গোলাম রাব্বানী নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন। তবে বিএনপির স্থানীয় নেতারা জানান, গোলাম রাব্বানী কোনো পদে নেই এবং তার কর্মকাণ্ডের দায় বিএনপি নিবে না।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের কাউকে ছাড় দেওয়া হবে না।

add-content

আরও খবর

পঠিত