নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ নিজাম বলেছেন, শিক্ষার্থীদের যে আন্দোলন হচ্ছে তা যৌক্তিক। আমরাও তা সর্মথন করি। আমাদেরও তো সন্তান আছে। কিন্তু শিক্ষার্থীদের এতো সুন্দর আন্দোলন এখন আর তাদের নিয়ন্ত্রনে নেই। এটা এখন চলে গেছে বিএনপি-জামায়াতের হাতে। এখন এসব কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করা হচ্ছে। সুন্দর একটি আন্দোলনে নাশকতা করতে ছাত্র সেজে নামানো হচ্ছে । তৈরী করা হয়েছে সাড়ে ১১ হাজার স্কুল ড্রেস এবং আইডি কার্ড । ৫ই আগস্ট রোববার বিকালে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে ১৩নং ওয়ার্ড ছাত্রলীগের আয়োজনে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শোকসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কোমলমতি শিশুরা আমাদের ট্রাফিক সিস্টেমকে শৃঙ্খলায় আনতে যে সুশৃঙ্খল আন্দোলন গড়ে তুলেছিলো তা প্রশংসার দাবিদার। এর মাধ্যমে সারা বাংলাদেশের ছাত্রসমাজ ও জাতির বিবেক জাগ্রত হয়েছে। আর এজন্য আজ ট্রাফিক সপ্তাহ পালন করা হচ্ছে। বিভিন্ন যানবাহন ও চালকের কাগজ চেক করা হচ্ছে। ছাত্র-ছাত্রদের অনুরোধ করবো তোমরা ব্যবহার হইওনা। গতকালও একটি গুজব তৈরী করে আওয়ামীলীগের অফিসে হামলা চালনা করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা পরবর্তীতে আসল ঘটনা জনসম্মুখে বলেছে। বিএনপি নেতা আমির খসরুর রেকর্ডিং বক্তব্যে পরিষ্কার ছাত্রদের কিভাবে তারা মাঠে নামানোর চেষ্টা করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু চন্দনশীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মো.বাদল, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবীবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক বিন্দু, সদ্য বিদায়ী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন প্রমুখ।