বিএনপির নেতাকর্মীদের ১ দিনের রিমান্ড

নারায়ণগঞ্জ বার্তা ২৪: নারায়ণগঞ্জে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য মামলায় গ্রেফতার বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১৩ নেতাকর্মীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার ১১ ফেব্রুয়ারি সকালে পুলিশ আড়াইহাজার থেকে গ্রেফতার নজরুল ইসলাম আজাদ, সালাউদ্দিন, মনির হোসেন, রাজিবসহ ছয় আসামিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে। আদালত শুনানি শেষে আসামিদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই সময় সোনারগাঁ থেকে গ্রেফতার উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম টিটু, পৌরসভা বিএনপির সহসভাপতি সালাউদ্দিন, তার ছেলে টিটু, বিএনপি নেতা আলমগীর, সোহেল, কাউন্সিলর নাসিম পাশাকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিক ইমামের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে তাদেরও একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট সফরকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় তাকে স্বাগত জানাতে গেলে পুলিশ নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে নজরুল ইসলাম আজাদসহ ছয় জনকে গ্রেফতার করে। একই দিন সোনারগাঁ উপজেলার ত্রিবরদী এলাকা থেকে পৌর বিএনপির সহসভাপতি সালাহউদ্দিনসহ সাত নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

 

add-content

আরও খবর

পঠিত