বিএনপির ক্ষেত্রে উল্টো কেন প্রশ্ন এটিএম কামালের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বেগম খালেদা জিয়া সহ সকল কারাবন্দীদের মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সমাবেশের ঘোষনা করেন মহানগর বিএনপি। তবে পুলিশের বাধায় পন্ড হলো নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ। শনিবার (৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি এড. জাকির হোসেন, ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, এড. আবু আল ইউসুফ খান টিপু সহ দলীয় নেতাকর্মীরা প্রেসক্লাব চত্ত্বরে আসলে প্রশাসনের তাদেরকে বাধা প্রদান করেন।

এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল বলেন, নারায়ণগঞ্জের সকল রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুলো প্রেসক্লাব চত্বর তাদের কর্মসূচি পালন করে থাকে আমরা সেখানেই করবো। প্রশাসনের কর্মকর্তারা আমাদেরকে গলিতে কর্মসূচি পালন করার নির্দেশ প্রদান করেছে যা আমাদের জন্য অসম্মান জনক। প্রেসক্লাব চত্ত্বর এটি মুক্তাঙ্গন এখানে সকলের সমান অধিকার রয়েছে। কিন্তু বিএনপির ক্ষেত্রে কেন উল্টো হবে এটা মিডিয়ার মাধ্যমে জাতির কাছে আমাদের প্রশ্ন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি নেতা এড. রফিক আহম্মেদ, এড. রিয়াজুল ইসলাম আজাদ, এড. শহীদ সারোয়ার, এড. সুমন মোহাম্মদ মামুন মাহমুদ সহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত