নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরবর্তি বিআডব্লিউটিএ কর্তৃক উচ্ছেদ অভিযানের নামে বৈধ স্থাপনা উচ্ছেদ বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বন্দরের বাড়িওয়ালাবৃন্দ। শুক্রবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টায় নারায়ণগঞ্জ বরফকল ইকো পার্কস্থ বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর আগমন উপলক্ষে তাঁর দৃষ্টিগোচর করার লক্ষ্যে এ মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে বাড়িওয়ালাদের সমন্বয়কারী আব্দুল কুদ্দুছ আহমেদ বলেন, আমরা ১৯৯৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি ও পাট মন্ত্রালয় কর্তৃক টেন্ডার প্রক্রিায়ার মাধ্যমে বন্দর থানাধীন গঙ্গাকুল বন্দর (ম) খন্ড মৌজাস্থিত এস, এ ১, ২৬৩ ও ২৬৪ তথা এর, এস ৫, ৬, ৭, ৯ ও ১০ নং দাগের সম্পত্তি খরিদ করিয়া বাড়ীঘর নির্মাণ করে পরিবার পরিজন নিয়া দীর্ঘদিন যাবত বসবাস করিতেছি। স্বত্ব- দখলীয় ভূমি, শীতলক্ষ্যা নদী সীমানা পিলারের অনেক বাহিরে থাকা স্বত্বেও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের অধীনে নারায়ণগঞ্জ নদী-বন্দর কর্তৃপক্ষের কতিপয় কর্মচারী সি, এস রেকর্ডীয় নদী সীমানা চিহ্নিত করে স্বত্ব-দখলীয় বাড়ী ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে তাদের নির্মিত বহুতল বিশিষ্ট ভবনসমূহ গুড়িয়ে দেয়ার হুমকি প্রদর্শন করেছেন। কষ্টে উপর্জিত আয়ের শেষ সম্পত্তি হারানোর ভয়ে পরিবার পরিজন নিয়ে চরম আশংকায় আতংকিত হয়ে দিনযাপন কাটাচ্ছেন রেকর্ডীয় জায়গার মালিকবৃন্দ।
তিনি আরো বলেন, নদীর তীরবর্তি অবৈধ দখল মুক্ত করেতে বাংলাদেশ সরকারের উচ্ছেদ অভিযানকে আমরা সাধুবাদ জানাই। তবে এই উচ্ছেদ অভিযানে কোন ব্যাক্তি মালিকানা স্থাপনা যেন গুড়িয়ে দেয়া না হয়। আমরা কোন অবৈধ দখলদার নই আমরা ভূমি ও পাটন্ত্রালয়ের টেন্ডারের মাধ্যমে তৎকালীন পাট মন্ত্রনালয়ের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত দলিল বলে মালিক। যার স্মারক নং পাম/শা-৮/৫৮/৯২/৩২১। বি.আই.ডব্লিউ.টি.এ এর অভিযানে আমাদের বসত বাড়ী যেন গুড়িয়ে দেওয়া না হয় সেজন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়নগঞ্জ বি.আই.ডব্লিউ.টি.এ বরাবর স্মরকলিপি প্রদান করেছি এবং এখানে আগত নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সাহেবের নিকট আমাদের খরিদক্রিত সম্পত্তির কাগজ পত্র দেখিয়েছি। তিনি আমাদের কাগজ পত্র দেখে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে বাংলাদেশ বি, আই, ডব্লিউ, টি, এ এর চেয়ারম্যান এম.মাহাবুব-উল-ইসলাম আগামী রোববার আমাদের সকল কাগজ পত্র নিয়ে ঢাকা যেতে বলেছেন।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোরশেদ আলম, মো. আল-আমিন, আলহাজ্ব মহসিন (মিন্টু), শুহদুল ইসলাম, শিবু চন্দ্রদাস, মো. আক্তার হোসেন, মো. আকবর হোসেন, মো. নূর ইসলাম, মো. আশরাফুল, রেজাউল, নাইমুল হাসেমী শান্ত, মীর মো. মনিরসহ অসংখ্য বাড়িওয়ালাবৃন্দ।