বায়তুল মোকাররম হকার্স কল্যান সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত

 নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : বায়তুল মোকাররম হকার্স কল্যান সমিতি ( রেজি. নং : ৩৩৪৬ )  বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ফতুল্লা সাইনবোর্ডস্থ শান্তিধারা হকার্স মার্কেটের ৪র্থ তলা নিজস্ব অফিসে এ আয়োজন করা হয়। উন্নয়ন কমিটির সমন্বয়কারী ছায়েদুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মো: ইদ্রিস খান ( সমিতির সভাপতি ), বিশেষ অতিথি মো: কামাল পাশা (সাধারণ সম্পাদক) , আল মামুন সৈয়দ, ওবায়দুর রহমান আলম, মুক্তিযোদ্ধা শেখ আবুল হোসেন বক্তব্য রাখেন, মজিবর রহমান, আসাদউদ্দিন, হাবিবুর রহমান রুবেল, আবুল কাশেম, আমির হোসেন, ডা. নুরুল হক, র্অথ সম্পাদক রফিকুল ইসলাম, আলহাজ্ব বেলায়েত  হোসেন, সৈয়দ দুল।

দপ্তর সম্পাদক মনিরুল হকের পরিচালনায় কর্মকর্তারা সকল সদস্যকে মাসিক চাদাঁ পরিশোধ ও কাগজপত্র আপডেট করার জন্য অনুরোধ করেন। তারা বলেন, আমাদের কমিটিতে ১ হাজার ৪ শতাধিক সদস্য রয়েছে। এই সদস্যদের কল্যানের জন্য রাজউক কর্তৃক অনুমোদিত বানিজ্যিক আবাসিক ভবনের উন্নয়নের মূল কাজ আরম্ভ করবো। এজন্য সাধারণ সদস্য ও কমিটির সমন্বয়ে উন্নয়ন কমিটি গঠনের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই পাইলিং কাজ আরম্ভ হয়েছে। সকল সদস্যদের সরেজমিনে দেখে নিজেকে অনুপ্রেণিত করে সংগঠনের স্বার্থে কাজ করার জন্য তারা আহ্বান জানায়।

আরও উপস্থিত ছিলেন, আলহাজ্ব শামসুল আলম, আ:আজিজ, আব্দুল কালাম পাটোয়ারী, আ: আলিম রতন, আক্তার হোসেন আলতু।

add-content

আরও খবর

পঠিত