নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর প্রতিনিধি): বন্দরে কথিত মৎস্য চাষীদের মছ চাষের কারণে সরকারি রাস্তা পুকুরে নিমজ্জিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। সম্প্রতি থানার মিরকুন্ডী বালুরচর এলাকায় এ ঘটনার বহির্:প্রকাশ ঘটে। এলাকাবাসী কথিত মৎস্যচাষী সামসুদ্দিন ও আলী আকবরের বিরুদ্ধে ফুঁসে উঠতে শুরু করছে। এলাকাবাসী জানায়,উল্লেখিতরা দীর্ঘ দিন ধরে পুকুরে মাছ চাষ করে আসছে। জনসাধারণের চলাচলের সড়কটি পুকুর সংলগ্ন হওয়ায় পুকুরের মাছের কারণে রস্তার মাটি সরে পুকুরে নিমজিজত হচ্ছে। ফলে ক্রমেই সড়কের মাটি পুকুরে ডুবে সড়কটি সরু হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বালুচর তমুদরদী প্রধাণ সড়ক ঘেষে নদীপথের কাইকারটেক খেয়াঘাটে যাওয়ার সরু রাস্তায় সরেজমিনে গিয়ে এমন চিত্রই পরিলক্ষিত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার এক জনৈক বাসিন্দা জানান,বন্দর বালুচর কবরস্থান থেকে তমুদরদী পর্যন্ত এই দুই এলাকার প্রভাবশালী লোক ক্ষমতার বলে এই খাল জবর-দখল করে মাছ চাষের নামে সরকারি রাস্তা ক্ষতিসাধণ করে আসছে। এমনকি সাধারন মানুষ নদী পথে যাতায়াত করার সরু রাস্তাটি খালের পানিতে প্রায় নিমজ্জিত। সংস্কার করার উদ্যোগ নিলে ওই বহু অপকর্মের হুতা আব্দুর রহমানের ছেলে সামসুদ্দিন ও মোঃ ফয়েজউদ্দিনের ছেলে আলী আকবর বাধা দেয়। এই খালটিতে মাছ চাষের আড়ালে বিভিন্ন সময়ে তারা মাদক ব্যবসার বড় চালান ডেলিভারী করে থাকে। প্রায় সময়ই দেখা যায় তাদের কাছে নদী পথে ট্রলারযোগে অপরিচিত কিছু লোক কাঁধে ব্যাগ চাপিয়ে দেখা করতে আসে। এলাকার নিরিহ জনসাধারন এই চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়না। অচিরেই যদি এই সরু রাস্তাটি সংস্কার না করা না যায় তবে দুই একমাসের মধ্যেই রাস্তাটি খালের সাথে বিলীন হয়ে যাবে বলে আশংকা করছেন এলাকার জনসাধারন। বালুচড়,তমুদরদী এলাকাবাসী এমপি সেলিম ওসমান মহোদয়ের নিকট জোড় দাবী অত্র ইউনিয়নের চেয়ারম্যানের হস্তক্ষেপে অনতিবিলম্বে এই জবর দখলকারীদের বিতাড়িত করে জনসাধারনের ঝুঁকিপূর্ণ রাস্তাটি দ্রুত সংস্কারের দাবী জানাচ্ছে।