বার নির্বাচনে ১৭ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির আইনজীবীরা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবগুলো পদে নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত এডভোকেট সরকার হুমায়ুন কবীর ও এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান পরিষদের প্রার্থীরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনাররা।

কমিটিতে সভাপতি পদে এডভোকেট সরকার হুমায়ুন কবীর ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহসভাপতি পদে এডভোকেট আজিজ আল মামুন, সহসভাপতি পদে এডভোকেট মাইনুদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এডভোকেট আলম খান নির্বাচিত হয়েছেন। কোষাধক্ষ্য পদে এডভোকেট জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক এডভোকেট শেখ আনজুম আহমেদ রিফাত, লাইব্রেরী সম্পাদক এডভোকেট সিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক এডভোকেট রাসেল প্রধান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আছমা হেলেন বিথী, সমাজ সেবা সম্পাদক এডভোকেট ফজলুর রহমান ফাহিম, আইন ও মানবাধিকার সম্পাদক এডভোকেট মোজাম্মেল হক মল্লিক (শিপলু) নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন এডভোকেট ফাতেমা খাতুন, এডভোকেট নুরুল কাদির সোহাগ, এডভোকেট আবুল কালাম আজাদ, এডভোকেট মোহাম্মদ সুমন মিয়া, এডভোকেট আকতার হোসেন।

গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের পতনের পর ভেঙ্গে দেয়া হয় আওয়ামী সমর্থিত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কমিটি। গত ১৩ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনের নিচ তলায় এক জরুরি তলবী সভায় নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন এডভোকেট বেনজীর আহমেদ, নির্বাচন কমিশনার হিসেবে আছেন এডভোকেট ফাতেমা মাসুদ, এডভোকেট মঞ্জুরুল হক খান, এডভোকেট আজিজুর রহমান মোল্লা, এডভোকেট মো. ওয়াসিম কাজী। সেইসাথে আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে ছিলেন এডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু, সদস্য হিসেবে এডভোকেট মো. ইব্রাহীম মিয়া ও এডভোকেট মানিক মিয়া।

add-content

আরও খবর

পঠিত