নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি) : নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান বলেছেন, বাবা-মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। বাবা-মাকে সম্মান করতে হবে কষ্ট দেওয়া যাবে না। সন্তানদের আচরণে যেন মা-বাবা উহ শব্দটি উচ্চারণ না করে সেদিকে খেয়াল রাখতে হবে। মহান আল্লাহ কোরআন শরীফে বাবা-মায়ের প্রতি সন্তানদের দায়িত্ব ও কর্তব্য সম্বন্ধে এভাবেই নির্দেশ দিয়েছেন।
বঙ্গবন্ধুর ৪২ তম জাতীয় শোক দিবস উপলক্ষে নাসিক ১০ নং ওয়ার্ডে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন। এসময় তিনি ১৫ আগষ্টে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করা হয়। এবং বর্তমান প্রধানমন্ত্রী শেষ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া চাওয়া হয়।
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহপ্রচার সম্পাদক ও নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকনের নেতৃত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু ,নারায়নগঞ্জ মহানগর সেচ্ছাসেবক লীগ সভাপতি মো: জুয়েল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এম এ বারী, মহিলা আওয়ামীলীগ নেত্রী এবং ৪,৫,৬ নং ওয়ার্ড সংরক্ষতি মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, যুবলীগ সদস্য ও নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, গোদনাইল ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক সেকান্দার মিয়া,গোদনাইল ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী ওয়াহিদ আলম, গোদনাইল ইউনিয়ন যুবলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ, ৮নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আরিফসহ স্থানীয় আরো অনেক নেতৃবৃন্দ।