বাবার প্রার্থনায় জামিন পেলেন সেই ছেলে !

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : বাবার প্রার্থনায় বাবাকে পেটানো সেই গুণধর ছেলের জামিনের জন্য আদালতের কাছে বাবাই আবার হাত জোড় করলেন। আর আদালত বাবার আর্জি শুনে, ছেলের জামিনও মঞ্জুর করেন।

বাবার আবেদনে জামিন পেয়ে ভুল স্বীকার করে সবার কাছে কৃতকর্মের জন্য ক্ষমা চাইলেন ছেলে। এ সময় ছেলে বললেন, এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। আমি অনেক বড় ভুল করেছি।

পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার জেলার অশোকনগরের প্রবীণ বাসিন্দা মানিক লাল বিশ্বাসকে তারই ছেলে প্রদীপ বিশ্বাস চড় থাপ্পড় মেরেছিলেন সম্প্রতি। ডায়াবেটিস আক্রান্ত মা- বন্ধনা বিশ্বাসকে লুকিয়ে মিষ্টি খাইয়েছিলেন তারই বৃদ্ধ স্বামী মানিক লাল বিশ্বাস।

আর সেই অপরাধে সরকারি চাকরীজীবী ছেলে প্রদীপ বিশ্বাস বাবাকে বেধড়ক প্রহার করেন। শুধু এক দিনের ঘটনাই ছিল না ওই প্রহার। অনেক সময়ই ছোট খাটো বিষয়ে মারধর করা হতো মানিক লাল বিশ্বাসকে। তবে প্রতিবেশীদের কাছে ছেলের এই নির্যাতনের কোনো প্রমাণ ছিল না।

দশমীর পরদিন এক প্রতিবেশী প্রদীপ বিশ্বাসের হাতে তার বাবার আক্রান্ত হওয়ার দৃশ্য মোবাইলে ধারণ করেন। তিনি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ওই ভিডিও। দুদিন ধরে সেটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ভাইরাল হয়।

এরপরই এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ওই ছেলেকে প্রহার করতে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু ততক্ষণে পুলিশ গিয়ে প্রদীপকে আটক করে। রাতে স্থানীয় আশোকনগর থানায় রাখা হয়।

২৫ অক্টোবর বৃহস্পতিবার সকালে বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেফতার দেখিয়ে বারাসত মহকুমা আদালতে তোলে পুলিশ। কিন্তু আদালতে গিয়ে দেখা যায়, বাবা তার অভিযোগ প্রত্যাহার করেন এবং ছেলের মুক্তির জন্য বিচারকের সামনে হাতজোড় করে প্রার্থনা জানান বিচারকও সব শুনে প্রদীপ বিশ্বাসকে জামিন দেন।

জামিন পাওয়ার পর বাবাকে ধরে কেঁদে ফেলেন অভিযুক্ত ছেলে। প্রকাশ্যে ক্ষমা চান। এরপর সন্ধ্যায় বাড়ি ফিরে যান দুজন। গিয়ে এক সঙ্গে বসে চা-মুড়ি খান।

add-content

আরও খবর

পঠিত