নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর প্রথম মৃত্যুর্বাষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর যুবদল। ২৫ জানুয়ারী সোমবার সকাল ১০.৩০ মিনিটে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা ,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। আরাফাত রহমান কোকোকে নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, মীর বিল্লাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, সাগর প্রধান প্রমুখ। সভাপত্বি করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। আলোচনা সভা শেষে আরাফাত রহমান কোকো, বিএনপি স্থায়ী কমিটির সদস্য আর, এ গনির রুহের মাগফেরাত এবং নগর বিএনপির সভাপতি আলহাজ্ব জাহাংগীর আলম ও মহানগর যুবদরের যুগ্ম আহবায়ক সরকার আলমের আশু রোগ মুক্তি কামনার লক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মহানগর ওলামাদল নেতা মাওলানা শিব্বির আহম্মেদ। সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও অন্যান্য বক্তারা বলেন, বাকশালী সরকারের নির্যাতন-নিপীড়ণই কোকোকে মৃত্যু ও দিকে নিয়ে গেছে। সরকারই কোকোর মৃত্যুর জন্য দায়ী। বক্তারা বলেন, অচিরেই বাকশালীদের পতন হবে, ইনশাল্লাহ । আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, রানা মুজিব, আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান সহ মিছিলে আরো উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, বন্দর উপজেলা যুবদল সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, প্রচার সম্পাদক আক্তার হোসেন, মহানগর যুবদল নেতা ইউনুছ খান বিপ্লব, রিটন দে, আব্দুর রহমান, মাহাবুব হাসান জুলহাস, ইসলেউদ্দীন ইসা,জানে আলম দুলাল, আক্তার হোসেন অপু, ওসমান গনি, আল আমিন খান,জসিম,মহিউদ্দিন শুভ,মিঠু আহম্মেদ,ইমন,জীবন, শহিদুল ইসলাম শহীদ, মুহিন আহম্মেদ রিপন, লিমন, রিপন সিকদার, শফি খন্দকার, সরকার মুজিব সহ প্রমুখ ।