নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : অনেক আগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাশ করে পড়াশুনা ছেড়ে দিয়েছেন এমন মানুষের সংখ্যা কম নয়। অনেকের মনে সুপ্ত বাসনা জন্মে, আহ যদি আবার পড়াশুনা করতে পারতাম। সবার জন্য এ সুযোগ সামনে নিয়ে বিএ, বিএসএস প্রোগ্রামের ১৯ তম ব্যাচ সম্পন্ন করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)। শুরু হয়ে গেছে ২০তম ব্যাচ এর প্রথম সেমিস্টারে ভর্তি কার্যক্রম।
বাউবির নারায়ণগঞ্জ উপ-আঞ্চলিক কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএ.বিএসএস প্রোগ্রামের ২০তম ব্যাচে ১ম সিমেষ্টারে ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত ভর্তি চলবে। এইচএসসি/ সমমানের পরীক্ষায় পাশ করা যে কোন বয়স/ পেশার পুরুষ/ মহিলাগন এ প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। বিস্তারিত তথ্য অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করে জানা যাবে।
উল্লেখ্য, বাউবির সাপ্তাহিক ছুটি শনি ও রবিবার। এ দুই দিন ছাড়া সপ্তাহের ৫ দিন উপ আঞ্চলিক কেন্দ্র খোলা থাকে। বাউবির নারায়ণগঞ্জ উপ আঞ্চলিক কেন্দ্রটি ৪৩৮ উত্তর চাষাঢ়া, পূর্ব চানমারী সাবেক মডেল কলেজের সন্নিকটে অবস্থিত। উপ-কেন্দ্রের টেলিফোন নম্বর হলো : ০২-৭৬৩৫১৭৭।