নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশে শিক্ষার হার বেড়েছে। বর্তমানে বাংলাদেশ সম্পূর্ণভাবে নিরক্ষরমুক্ত দেশ হওয়ার পথে হাঁটছে। সরকারের আন্তরিকতা ও যুগোপযোগী সিদ্ধান্তের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশ শিক্ষা বিপ্লব আলোচিত হচ্ছে। বর্তমান সরকার নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে বাস্তবমুখী কর্মসূচী গ্রহণ করেছে।
শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি প্রতিপাদ্যেকে সামনে রেখে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওমর ফারুক ভূঁইয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহেদা আখতার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আব্দুর রহিমসহ প্রমুখ।