বাংলাদেশ শুধু স্বপ্ন দেখেনা, বাস্তবায়নও করে : মন্ত্রী তাজুল ইসলাম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রপগঞ্জ প্রতিনিধি ) :  বাংলাদেশ শুধু স্বপ্ন দেখেনা, স্বপ্ন বাস্তবায়ন করে। বিশ্ব নেতৃত্বকে স্বপ্ন দেখায়। তিনি বলেন, আমার বাংলাদেশকে সিঙ্গাপুর বা মালোশিয়ার আদলে গড়ে তুলতে চাই। এজন্য শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই বাংলাদেশ তার লক্ষে পৌছাতে পারবে।

মন্ত্রী বলেন,  শেখ হাসিনার নেতৃত্বে  বহুমুখি উন্নয়নের কারনে বাংলাদেশ আজ উন্নয়নের অভিষ্টরক্ষে পৌচ্ছে গেছে। যে দেশের কোন সম্ভাবনা ছিলোনা সেই দেশ আজ উন্নত দেশগুলোর   নেতৃত্ব দিচ্ছে। তা বিশ্ব আজ  স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, শুধু উন্নত দেশ নয়, বাংলাদেশ একটি লক্ষমাত্র নিধারন করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।

সোমবার দুপুরে  রুপগঞ্জে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতিক সেতু ও ইছাখালি সেতু নির্মাণ কাজ পরিদর্শনে এসে স্থানীয় লোকজনের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর  গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, এলজিইডি সচিব হেলাল উদ্দীন, এলজিইডির প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম প্রমূখ।

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর সুখি সম্মৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষে কাজ শুরু করেছিলেন। বঙ্গবন্ধু  অল্প সময়ের জন্য তিনি অনেক কিছু করে যেতে পারেনি। কিন্ত তারই কণ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের অভিষ্টলক্ষে পৌচ্ছে দিয়েছেন। বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পুন্ন হয়েছে। যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎয়তান ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়েছে। প্রতি ৬ হাজার লোকের জন্য কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। বহুমুখি উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আজ হতদারিদ্র দেশ থেকে উন্নত দেশের কাতারে স্থান করে নিয়েছে। ২০৪১ সালের বাংলাদেশ কি হবে সেই পরিকল্পনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রহন করেছেন। ২০২১ সালে বাংলাদেশ  মধ্য আয়ের দেশ পরিনত হবে  । এটা করতে কি করতে হবে সেই রুপরেখা তৈরি করা হয়েছে। ২১ সালকে মাথায় রেখে ২০০৯ সাল থেকে বিভিন্ন প্রকল্প গ্রহন করে তা বাস্তবায়ন করা হয়েছে। এই বস্তবায়নের কারনে দেশে দারিদ্রতা আজ অনেক কমে গেছে।

add-content

আরও খবর

পঠিত