বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন উদ্যোগে বিশ্ব জলাভূমি দিবস পালন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিশ্ব জলাভূমি দিবস পালন ও আরোচনা সভা অনুষ্ঠিত। রবিবার (৩ ফেব্রুয়ারি) সকালে ২৭নং লাধুরচর গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি কবি জামান ভূঁইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।

প্রধান অতিথি ড. মুজিবুর রহমান হাওলাদার বলেছেন, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফারাক্কা ব্যারেজ চুক্তি করেছিলেন যাতে আমরা পর্যাপ্ত পানি পাই। তিস্তা চুক্তির মাধ্যমে পানির সুষম বন্টনে সরকার কাজ করে চলেছে। তার সমস্যার সমাধান হবে যার দৃশ্যমান অগ্রগতি আমরা শীঘ্রই দেখতে পাব।

সভায় নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মাসুদ খাঁন শুভেচ্ছা বক্তব্য ও সিনিয়র সহ-সভাপতি ডা. লুৎফর রহমান খন্দকার স্বাগত বক্তব্য প্রদান করেন।

নদীগুলো যদি ব্যক্তিগত দখলে চলে যায়, তাহলে নদীকে রক্ষা করা বড়ই কঠিন। নদীর মালিক এদেশের ১৬ কোটি মানুষ এবং নদীকে রক্ষা করা সকলের দায়িত্ব। নদী রক্ষা কমিশন অনেকগুলো পরিকল্পনাকে হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে।

৫৮টি জেলায় আমরা নদীর চিত্র তুলে এনেছি এবং আপনাদের এলাকার নদী পরিদর্শণ করে আমরা যা পেলাম তাও রিপোর্ট আকারে সংসদীয় ক্যাবিনেটে তুলে ধরা হবে। নদী দখল শাস্তিযোগ্য অপরাধ। তাই নদী দূষণ ও দখল থেকে সবাই বিরত থাকুন।

বাংলাদেশ নদীবাচাও আনন্দলনের নারায়ণগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক হাজ্বী মো: সানাউল্লাহ মুন্সির সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সানাউল্লাহ, যুগ্ম সম্পাদক কালিম উল্লাহ ইকবাল, দপ্তর সম্পাদক বিল্লাহ মাজেদ, জীব বৈচিত্র বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার হাছিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি জসীম উদ্দিন আহাম্মেদ চৌধুরী, নদী বাঁচাও আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রাইভেটকার ড্রাইভার ইউনিয়নের সভাপতি শামছুল হক, শিল্পপতি হারুনুর রশিদ, নদী বাঁচাও আন্দোলন গাজীপুর মহানগর শাখার যুগ্ম সম্পাদক মুস্তাক আহম্মেদ, গাজীপুর জেলা শাখার যুগ্ম সম্পাদিকা সঞ্চিতা আক্তার  প্রমূখ।

add-content

আরও খবর

পঠিত