নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বাংলাদেশে আসছে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। আগামী ১৭ অক্টোবর এটি দেশে আসবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী বিশ্বকাপ ট্রফি বিভিন্ন দেশে ঘোরানো হয়। এরই ধারাবাহিকতায় ২৭ আগস্ট থেকে শুরু হবে ট্রফি ট্যুর। এদিকে আইসিসি বিশ্বকাপের ট্রফি সবার আগে যাবে ওমান।
সাতদিনের বাংলাদেশ সফরে চারটি শহরে থাকবে ট্রফিটি। ১৭ থেকে ১৯ অক্টোবর তিনদিন ঢাকায় এটি প্রদর্শনীর পর ২০ ও ২১ অক্টোবর খুলনা ও সিলেট ঘুরে পৌঁছাবে চট্টগ্রামে। সেখানে ২২ ও ২৩ অক্টোবর প্রদর্শনীর পর শেষ হবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ সফর।
সোমবার (২৭ আগস্ট) দুবাইয়ে আইসিসির সদর দফতর থেকে শুরু হবে ট্রফির এই লম্বা সফর। এবছরই সবচেয়ে বেশি দেশ ঘুরে বেড়াবে এটি। পাঁচটি মহাদেশের ২১টি দেশ ও ৬০টি শহরের ভক্তরা পাবেন ক্রিকেট বিশ্বকাপের ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ।
আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, ট্রফি ট্যুর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের অংশ হওয়ার অনন্য সুযোগ তৈরি করে দেয় ভক্তদের। আরও অনেক বেশি দেশ ও শহরে গিয়ে এবার আগের চেয়েও বেশি মানুষকে এর অংশীদার করতে যাচ্ছি আমরা।
আগামী ২০১৯ সালের ৩০মে বিশ্বকাপের খেলা শুরু হবে। ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনাল হবে ১৫ জুলাই।