নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জে বালুবাহী বলগেটের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে বলে খবর পাওয়া গেছে। এতে পাঁচ জন নিখোঁজ রয়েছেন। শুক্রবার ২৩ মার্চ রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রুপসী কাজীপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীতে ঘটে এ দুর্ঘটনা। শনিবার সকাল থেকে ডুবুরিদল উদ্ধার কাজ চালাচ্ছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, উপজেলার মাসাব এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে জাসিম মোহাম্মদ রাজু, শরীফ (২৮) –পিতা রবিউল আউয়াল, সাং ধোলাইরপার (নুরবাগ, তুষার (২৭), পিতা- নাসিরউদ্দিন, সাং ধোলাইরপাড় (কাবিরাজ বাগ), বাবু (২৬) , পিতা- জয়নাল আবদীন, সাং ধোলাইরপাড় বাজার ও লতিফ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারাব পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর হামিদুল্লাহ জানান, রাজধানীর ডেমরা নদীর ঘাট থেকে ১৪ জনের একদল যুবক একটি নৌকা ভাড়া নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঘুরতে আসেন। রাত সাড়ে ৯টার দিকে রূপসী কাজীপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর মাঝপথের দিকে গেলে একটি বলগেট পেছন থেকে এসে ওই নৌকাটিকে ধাক্কা মারে। এতে সঙ্গে সঙ্গে নৌকাটি ডুবে যায়।
এসময় একটি ছোট্র টলার নৌকাতে থাকা ১৪ জনের মধ্যে ৯ জনকে উদ্ধার করে। বাকি পাঁচ জন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ৩জনের একটি ডুবুরিদল উদ্ধার কাজ চালায়।