বর্তমান সরকার ডিজিটাল সরকার
মীরকুন্ডি উচ্চ বিদ্যালয়ে এমপি সেলিম ওসমান

নারায়ণগঞ্জ বার্তা ২৪: বর্তমান সরকার ডিজিটাল সরকার। এ সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরী করা হয়েছে। এখন আর হাতে কলমে নয় কম্পিউটারের মাধ্যমে বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষার্থীদের সামনে এগিয়ে নেয়ার শিক্ষা দিতে হবে। শিশুদের নিয়ে কোন রাজনীতি নয়, শিক্ষার মান উন্নয়নে সকল জনপ্রতিনিধিদের এক সাথে কাজ করে যেতে হবে। আমি বাচ্চাদের নিয়ে কাজ করতে চাই না। তারাই এ দেশের আগামী দিনে  ভবিষ্যৎ। তাদের সঠিক মতো গড়তে পারলেই এ দেশ এগিয়ে যাবে। ৯ জানুয়ারী শনিবার  সকাল ১০ টায় বন্দর মীরকুন্ডি উচ্চ বিদ্যালয় ও ১১ নং মীরকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধন এবং ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমান এ কথা বলেন। মীরকুন্ডি উচ্চ বিদ্যালয়ের সভাপতি আক্তারুজ্জামান বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, জেলা জাতীয়পার্টির সভাপতি আলহাজ্ব আবুল জাহের, বন্দর থানার ওসি মো: নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিন, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, সাবেক বন্দর ইউপি চেয়ারম্যান আঃ করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আইয়ূব আলী ভূইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আরাফাত রহমান ফাহিম, গাজী মোঃ রুকুনুজ্জামান কাঞ্চনের উপস্থাপনায় অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির জয়নাল আবেদীন, মান্নান মেম্বার, ইকবাল হোসেন, সাইফুল বারী, সেলিম মিয়া, শাহআলম, মজিবর রহমান, মফিজুল ইসলাম, রাজিয়া সুলতানা, নবীর হোসেন ও মরিয়ম বেগম উপস্থিত ছিলেন। এমপি স্কুলের শিক্ষার্থীদের সাথে কথা বলে স্কুলে কম্পিউটার ল্যাব, স্কুলের জন্য জমি কিনে দেয়া ও বাউন্ডারী দেয়াল নির্মাণের ঘোষনা দেন। এ সময় তিনি স্কুলে পাঠাগার করার জন্য ৫ লাখ টাকা নিজ তহবীল থেকে দেয়ার ঘোষণা দেন।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত