বরযাত্রীর গাড়ি বহরে ছিনতাই

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে বরযাত্রীর গাড়ি বহরে ছিনতাই এর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বন্দর উপজেলার লক্ষনখোলা বাংলালিংক টাওয়ার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। বরযাত্রীরা লক্ষনখোলা এলাকার শফি মিয়ার বাড়িতে বউ নিয়ে রায়ের বাগ যাচ্ছিল।

বরযাত্রীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তারা সোনারগাঁ থেকে ছেলের বিয়ের জন্য লক্ষনখোলার উদ্দেশ্যে রওনা হয়। তাদের গাড়ি যখন বন্দরের লক্ষনখোলা টাওয়ার এলাকায় আসে তখন ছিনতাইকারীরা তাদেরকে গাড়ি থামাতে বলে। গাড়ি না থামালে ছিনতাইকারীরা গাড়ির গতি রোধ করে থামিয়ে তাদেরকে গাড়ির চারককে মারধর সহ আরও কয়েকজনকে মারধর করে। এসময় বরযাত্রীদের কাছে থাকা স্বর্ন ও নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। বরযাত্রীদের চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে আসলে ছিনতাকারীরা দ্রুত পালিয়ে যায়।

এদর মধ্যে কয়েজনকে চিনতে পারায় কনের ভাইকে মারধর করে লক্ষনখোলা টাওয়ার এলাকার কাদিরের ছেলে স্বপন, জালুর ছেলে পলাশ, মৃত হাসিম মিয়ার ছেলে ওমিওসহ ১০/১২জনের একটি বাহিনী।

স্থানীয়দের মধ্যে পিপল সাংবাদিকদেরকে জানায়, লক্ষনখোলা মাদ্রাসা বাসষ্ট্যান্ডে কিছুদিন পূর্বে ব্যাটারির দোকানে দূর্ধর্ষ ডাকাতিসহ দুজন নৈশ প্রহরীকে হত্যা করা হয়। এসময় দোকানে থাকা নগদ টাকা ও মালামালসহ প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের সম্পদ লুটে নিয়ে যায় ডাকাতরা। পরবর্তীতে পুলিশের অভিযানে ডাকাতদের আটকসহ মালামাল উদ্ধার করা হয়। কিন্তু এ ঘটনার কিছদিন পরই বৃহস্পতিবার সন্ধ্যায় বরযাত্রীর গাড়িতে ছিনতাই হলো। এটা খুবই দু:খ জনক।

add-content

আরও খবর

পঠিত