বন্যার্তদের সহযোগীতায় অনুদান তুলে দিলো জেলা বিএনপি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদদাতা ) : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে বন্যার্তদের সহযোগীতায় ত্রান তহবিলের অনুদান কেন্দ্রীয় নেতৃবৃন্দরে কাছে হস্তান্তর করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দ। ৮ জুলাই শুক্রবার বিকালে বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এই অনুদানের নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এ সময়ে ত্রান তহবিলের অনুদান বুঝে নেন বিএনপির জাতীয় ত্রাণ অনুদান কমিটির প্রধান সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবদুলসালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহম্মেদ টিটু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলাম রবি, সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, সোনারগাঁ বিএনপির আহবায়ক আজহারুল ইসলাম মান্নান, কাঞ্চন পৌরসভা বিএনপির আহবায়ক মজিবর ভূইয়া।

add-content

আরও খবর

পঠিত